রবিবার, ৬ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ত্রিরত্ন সিন্ডিকেটের কব্জায় সোহরাওয়ার্দীর কর্মচারী বদলি

দেলোয়ার-জাকির-হান্নান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ত্রিরত্ন সিন্ডেকেট। তাদের কথা হাসপাতালের নার্স, স্টাফ-কর্মচারীদের মুখে মুখে। তাদের নির্দেশ ছাড়া হাসপাতালের কোনো কিছুই নড়চড় করে না। কাউকে অপছন্দ হলে কিংবা তাদের কথার বাইরে গেলেই বদলি করে দেন। কিংবা এমন মানসিক নির্যাতন করেন যেন ওই লোক চাকরি ছাড়তে বাধ্য হন। শুধু তাই নয়, তাদের নিয়ন্ত্রণে বাইরের লোকজন দিয়ে চলে হাসপাতালের ক্যানটিন। সেখান থেকে নিজেদের অংশ কড়ায়গণ্ডায় বুঝে নেন।

এই দেলোয়ার-জাকির-হান্নান সিন্ডেকেটের কব্জায় হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ‘শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।’ গত ১১ বছর ধরে সংগঠনের ব্যবস্থাপনা কমিটির পদ আঁকড়ে আছেন দেলোয়ার।

ঢাকাপ্রকাশ-এর সরজমিন অনুসন্ধানে দেলোয়ার-জাকির-হান্নান সিন্ডিকেটের নানা কীর্তিকলাপের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের কোন নার্স কোথায় ডিউটি করবে, কোন স্টাফ কোথায় কাজ করবে, সেটা ঠিক করে দেয় এই সিন্ডিকেট! এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বললেও তার কপালে নেমে আসে খড়্গ। হয় বদলি, না হয় এমন কোথাও ডিউটি দেবে যেন চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়।

     দেলোয়ার, হান্নান ও জাকির

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রতিটি কর্মচারীর মুখে মুখে এখন আলোচনা হয় দেলোয়ার-জাকির-হান্নান সিন্ডিকেটের কথা। এদের মধ্যে দেলোয়ার হোসেন এখন স্টোর কিপার। ব্রাদার জাকির নামে পরিচিত যিনি তিনি হলেন ওয়ার্ড মাস্টার জাকির হোসেন উকিল। অন্যজন হলেন সিনিয়র স্টাফ নার্স আব্দুল হান্নান মুন্সি।

হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন ‘শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’। কিন্তু এই সংগঠনের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও গত ১১ বছরে নির্বাচন বা নতুন কমিটি গঠন হয়নি। জানা গেছে, ব্যবস্থাপনা কমিটি তাদের মেয়াদকালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনে সক্ষম না হওয়ায় সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধন-২০০২) এর ১৭ (৭) ধারা মতে সমিতির জন্য অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় ২০১১ সালের ১৪ নভেম্বর। এই কমিটি দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠন করার। কিন্তু সেই ৯০ দিন ১১ বছরেও শেষ হয়নি। নির্বাচন বা নতুন কমিটি দূরের কথা, সেটি না করে এখনো পদ আঁকড়ে আছেন দেলোয়ার হোসেন। তিনি এই কমিটির সভাপতি।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে একটি ক্যানটিন করা হয়েছিল হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কল্যাণে। ওই ক্যানটিনের শেয়ার ছাড়া হয়েছিল। অনেক কর্মচারী ৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার শেয়ার কিনেছিলেন। বাৎসরিক হিসেবে সেই শেয়ারের লভ্যাংশ যেত কর্মচারীদের কাছে। কিন্তু দেলোয়ার-জাকির দায়িত্ব নেওয়ার পর থেকে সেই টাকা আর পান না কর্মচারীরা। টাকা কোথায় যায় সেটাও কেউ বলতে পারেন না। এনিয়ে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

হাসপাতালের একাধিক স্টাফের সঙ্গে কথা বললে তারা তাদের ক্ষোভের কথা জানান ঢাকাপ্রকাশ-কে। কিন্তু নিরাপত্তার স্বার্থে এবং দেলোয়ার-জাকিরের ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে চান না।

তবে মুজিবুর নামে এক কর্মচারী বলেন, আমি এক হাজার টাকার শেয়ার কিনেছিলাম। সব লুটপাট করে খাচ্ছে দেলোয়ার আর জাকির। আমাদের গরিবের হক, সেই টাকাও মেরে দিচ্ছে তারা। ২০০৬ সাল থেকে এই ক্যানটিনের ভাড়া দেয় না। কে চালায় তাও কেউ বলতে পারে না।

সম্প্রতি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ঘুরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা যায়, হাবুল নামে বহিরাগত এক ব্যক্তি ক্যান্টিন নিয়ন্ত্রণ করেন। তিনি কার কাছ থেকে কীভাবে, কত টাকায় ক্যানটিন ভাড়া নিয়েছেন? কিংবা টাকা কাকে দেন, সেটাও পরিষ্কার করে কেউ বলতে পারেননি।

অবশ্য ক্যানটিনের ম্যানেজার আব্দুল্লাহ জানান, কারে, কে কত টাকা ভাড়া দেয় সেটা হাবুল ভাই বলতে পারবেন। এই হাবুল ভাই কে? হাসাপাতালের কেউ বলতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেল, বাইরের একজন দেলোয়ারকে ম্যানেজ করে এই ব্যবসা করছেন।

হাসপাতালের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যানটিনটি চলত মাসিক ২০ হাজার টাকা ভাড়ায়। এই ভাড়া থেকে যে আয় হতো তা শেয়ার হোল্ডারদের মাঝে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হতো। নিজেদের ন্যায্য পাওনার বিষয়ে কথা বলতে যাওয়ায় একজন সিনিয়র নার্সকে মাদারীপুরে বদলি করে দেন দেলোয়ার হোসেন।

নাম প্রকাশ না করা শর্তে সেই নার্স বলেন, ওই হাসপাতালে ন্যায্য কথা বলা যায় না। যেই কথা বলবে তাকেই শাস্তি ভোগ করতে হবে। আসলে সোহরাওয়ার্দী হাসপাতালে দেলোয়ার-জাকির-হান্নান সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা যাবে না।

অবশ্যই এ সব অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার হোসেন। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘অভিযোগ আমার নামে হতেই পারে। চাকরি করি ৯-১০ বছর ধরে। সবার মন তো রক্ষা করা যায় না। তবে অভিযোগগুলো তদন্ত করে দেখেন সঠিক কি-না? আমার প্রতিপক্ষ বলতেই পারে। আমার নামে এই আছে সেই আছে। যে অভিযোগ দেওয়া হয়েছে এগুলো সত্য না।

একই কথা বলেছেন সিনিয়র স্টাফ নার্স আব্দুল হান্নান মুন্সি। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ওই ক্যান্টিন আমাদের ছিল। কিন্তু অনেক দিন সেটার কোনো কার্যক্রম নেই। কে টাকা তোলে সেটা আমি জানি না। দেলোয়ার সাহেব যেহেতু সভাপতি তিনিই জানেন।

তবে ক্যানটিন নিয়ে এত কিছু ঘটে গেলেও সে বিষয়ে জানেন না হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ক্যানটিন কে চালায় সেটা জানতাম না। আমি সম্প্রতি অভিযানে গিয়েছি। তাদের বলেছি, কে চালায় আমাকে জানাতে হবে। এখন যেই চালাক টেন্ডারে আসতে হবে। যিনি টেন্ডারে পাবেন তিনিই চালাবেন। বাইরের কেউ এখানে এসে খাওয়ার সুযোগ নেই।

এনএইচবি/আরএ/

Header Ad

কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশন মাস্টার কাজল জানান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে রেস্টুরেন্টটিতে ভয়াবহ আগুন ধরে যায়, যা পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা।

Header Ad

বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি'র শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। সভার সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। এছাড়াও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু এবং পৌর শাখার সভাপতি বিপ্লব কুমার দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল কুমার এবং সাধারণ সম্পাদক পবন কুমার শীল বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে, উপজেলার ৩৫টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে বিএনপি'র পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

Header Ad

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু; আক্রান্ত ৯২৭

ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫-এ পৌঁছেছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সারাদেশে ৯২৭ জন নতুন আক্রান্তের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩২ জন ভর্তি আছেন। এছাড়া, ঢাকা বিভাগে ১৭৩ জন, বরিশালে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৩৮ জন এবং রাজশাহীতে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৩৫ হাজার ৩৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৩.২% পুরুষ এবং ৩৬.৮% নারী। একই সময়ে মারা যাওয়া ১৮২ জনের মধ্যে ৫১.১% নারী এবং ৪৮.৯% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১১ হাজার ১৭১ জন ছিলেন।

অবশ্য, আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর মশাবাহিত ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং সে সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু ঘটেছিল। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ তেমনটা দেখা না গেলেও ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। এছাড়া, ২০২২ সালে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যেখানে ২৮১ জনের মৃত্যু ঘটে।

জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু, আহত ৪
বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি'র শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু; আক্রান্ত ৯২৭
ভারতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ নিজের ১৬ বছরের ভাইয়ের বিরুদ্ধে
সিরাত মাহফিল থেকে ঐক্যের ডাক দিয়েছেন আবু জাফর কাশেমী
টাঙ্গাইলে কলেজছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী
পিটিআই-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান, সেনা মোতায়েন
গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত ম্যাচে ২৫০০ পুলিশ মোতায়েন
শেখ হাসিনার মুখ্য সচিব ও এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার
৩ দিনে পালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈষম্যবিরোধী আন্দোলনে বিদ্যুৎ খাতে ১ হাজার নয়, ক্ষতি সাড়ে ১২ কোটি !
এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন: প্রবাসী কল্যাণ উপদেষ্টা
টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, নতুন নকশার প্রস্তাব
মাঠ কাঁপিয়ে বেড়ানো ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীরা এখন কোথায়?
নির্বাচনের চেয়ে সংস্কারই বেশি গুরুত্বপূর্ণ: জামায়াত আমির
কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী এম এ মান্নান, ভর্তি সিলেট ওসমানী হাসপাতালে
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাশেম সাফিউদ্দিন নিহত
আজ বিশ্ব শিক্ষক দিবস
বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপসহ একাধিক দাবি
সোহেল রানার নতুন রাজনৈতিক দল ঘোষণা, নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’