শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ডিসেম্বর ধামাকা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে নয়া চমক!

আর কয়েক দিন পর নভেম্বর পেরিয়ে ডিসেম্বর। সাধারণত ডিসেম্বরের শুরুতে পিকনিক, কার্নিভালসহ হাজারো মজার পসরা নিয়ে শহর কলকাতায় হাজির হয় শীত। আর সেই শীতের অপেক্ষায় দিন গোনে বঙ্গবাসী। কিন্তু এবারের ডিসেম্বরটা কি খানিকটা আলাদা হতে যাচ্ছে? ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের সর্বশেষ রাজনৈতিক সমীকরণ কিন্তু সেই রকমই ইঙ্গিত দিচ্ছে।

গত তিন-চার মাস ধরেই বিজেপি বলে আসছিল, ডিসেম্বরের জন্য অপেক্ষা করুন, বড় চমক আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। উল্লেখ্য, এমন একটা সময় বিজেপির রাজ্য নেতারা ডিসেম্বর ধামাকার কথা বলতে শুরু করেছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা। মোট উদ্ধার হয়েছিল কয়েকশো কোটি টাকা। সারা বিশ্বের মানুষ টিভির পর্দায় মন্ত্রীমশাইয়ের এই কাণ্ড প্রত্যক্ষ করেছেন। সে সময়ই বিজেপি ডিসেম্বর ধামাকার কথা প্রথম বলে। আর নভেম্বর মাসের মাঝামাঝি এসে সেই ডিসেম্বরের কথাই বলতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও। তাদেরও দাবি, ডিসেম্বরেই বড় চমক দেখবে রাজ্যবাসী। চমক কি একটাই? নাকি একাধিক চমক? এই প্রশ্নটাই এখন ঘুরেফিরে আসছে পশ্চিমবঙ্গবাসীর মনে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী, সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সবাই বলতে শুরু করেছিলেন, ডিসেম্বর মাসেই দেখবেন সব ওলেটপালট হয়ে যাবে। এমনকী বর্ষীয়ান অভিনেতা, তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও কলকাতা সফরে এসে একই কথা বলেছিলেন। পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের দুর্নীতির অবসান ঘটতে চলেছে। কিন্তু কীভাবে? সেটা এখনো পর্যন্ত খোলসা করেনি বিজেপির পশ্চিমবঙ্গ নেতৃত্ব। আর তা থেকেই শুরু হয়েছে জল্পনা। এই জল্পনায় প্রথমেই রয়েছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা। গোটা দেশে একাধিক রাজ্যে বিজেপি কোনো না কোনো সময় বিরোধী সরকার ফেলে দিয়ে নিজেদের সরকার গঠন করেছে। ফলে সেক্ষেত্রে এ কথা মনে আসা স্বাভাবিক যে পাহাড়প্রমাণ দুর্নীতির প্রসঙ্গ তুলে তারা তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সরকার ফেলে দিতে পারে। দ্বিতীয় সম্ভাবনাটি নিয়েও কম জলঘোলা হচ্ছে না। বিজেপি নেতারা যেমন প্রকাশ্যে ও পরোক্ষে বলে বেড়াচ্ছেন সাবেক শিক্ষা, বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরে আরও বড় কোনো মন্ত্রীও গ্রেপ্তার হতে পারেন। তৃণমূলের প্রথম সারির প্রায় প্রত্যেক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিশেষ করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির পরবর্তী টার্গেট বলে বিজেপি নেতারা প্রকাশ্যেই বলে বেড়ান। তাহেল কি বড় কোনো মাথা তদন্তকারী সংস্থার জালে পড়তে চলেছে?

কে বা কারা হতে পারেন সেই নেতা-মন্ত্রীরা? বিজেপির এক শ্রেণির নেতার দাবি, অপেক্ষা করুন না, কে বলতে পারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই গ্রেপ্তার করা হবে না? এই বিকল্পটি বেশি করে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে কারণ অভিষেক এবং তার স্ত্রী-শ্যালিকাসহ পরিবারের অনেককেই সিবিআই এবং ইডি একাধিক আর্থিক অনিয়মের কারণে তলব করতে শুরু করেছে। বিজেপির শাসনে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার ঘটনা বিরল নয়। ফলে সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিজেপি নেতারা প্রকাশেই বলছেন, ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পুরোপুরি অচল করে দেওয়া হবে।

সর্বশেষ যে সম্ভাবনাটি উঠে আসছে, সেটি হলো— তৃণমূলে বিরাট ভাঙন। দলটির বেশির ভাগ নেতা ও মন্ত্রী নিমজ্জিত হয়ে রয়েছেন পাহাড়প্রমাণ দুর্নীতিতে। ফলে তদন্ত এড়াতে তারা যে কোনো মুহূর্তে দল বদল করে বিজেপিতে সামিল হতে পারেন। এর আগে এমন ঘটনা ঘটেছে বঙ্গ বিজেপিতে। একদা তৃণমূলের দু’নম্বর নেতা মুকুল রায়, শুভেন্দ অধিকারীসহ বেশ কিছু প্রথম সারির মন্ত্রী বিজেপিতে নাম লিখিয়েছেন। মুকুল অবশ্য পরে আবার তৃণমূলে ফিরে গেছেন। এই সম্ভাবনাটির কথা কলকাতা ও উত্তরবঙ্গে একাধিক সাংবাদিক সম্মেলন করে বলে গেছেন মিঠুন চক্রবর্তীও। তিনি দাবি করেছেন, তৃণমূলের প্রায় তিরিশ-পয়ত্রিশ জন বিধায়ক তার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। যে কোনো সময় তারা বিজেপিতে যোগদান করতে পারেন।

অন্যদিকে তৃণমূলের তরফেও ডিসেম্বর ধামাকার কথা বলা হয়েছে। এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ডিসেম্বর মাসে বিজেপিতে বিরাট বড় ভাঙন ঘটতে চলেছে। তার দাবি, আগামী মাসে বিজেপি থেকে বেশির ভাগ বিধায়কই তৃণমূলে চলে আসবেন। ওদের তিরিশজন বিধায়কও থাকবেন না।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল নেত্রী মমতা দাবি করেছেন, ডিসেম্বর মাসে বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা করার ছক কষেছে। যার সূত্র ধরে অশান্ত করা হবে পশ্চিমবঙ্গকেও। দেশব্যাপী সেই অশান্তির পরিবেশেই বিজেপি সরকার ভারতের সংসদের শীতকালীন অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধির মতো বিতর্কিত বিলটি আনতে পারে। ঘোলা জলে মাছ ধরার পরিকল্পনার অঙ্গ হিসাবে। মমতার আরও দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একনায়কতন্ত্রের দিকে যেতে চাইছেন। সেই লক্ষ্যেই দেশের একাধিক প্রান্তে অশান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হতে পারে বলে তার আশঙ্কা।

একই সঙ্গে তৃণমূল নেতাদের দাবি, ডিসেম্বর মাসে বিজেপিতে ভাঙন ধরিয়ে দলটিকে এ বাংলায় নখদন্তহীন করে ফেলা হবে। এতগুলো সম্ভাবনা নিয়ে রাজ্যজুড়ে চলছে আলোচনা। সত্যি সত্যিই কি বড় চমক অপেক্ষা করছে ডিসেম্বর মাসে? নাকি শেষ পর্যন্ত পর্বতের মূষিক প্রসবই হবে? এখনই তা জানা না গেলেও, রাজনৈতিক উত্তেজনার পারদ যে তুঙ্গে পৌঁছে দিতে পেরেছে বিজেপি আর তৃণমূল, তাতে কোনো সন্দেহ নেই।

আরএ/

Header Ad
Header Ad

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭, এর পরপরই আরও একটি কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ৬.৪। এই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এর ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভবন ও সেতু ধসে পড়েছে।

ইরাবতী নদীর ওপর নির্মিত ঔপনিবেশিক আমলের আভা সেতু ধসে পড়েছে। ৯১ বছর পুরনো এই সেতুটি ব্রিটিশরা নির্মাণ করেছিল এবং এটি মান্দালয় ও সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদী পার করত। ভূমিকম্পের তীব্রতায় এই সেতু বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া, মিয়ানমারের রাজধানী নেপিদো ও মান্দালয় শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভবনগুলোর ছাদ ভেঙে পড়েছে।

এদিকে, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। যদিও মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হলেও, দেশটির চিকিৎসা ব্যবস্থা দুর্বল হওয়ায় বিপদগ্রস্ত জনগণের সহায়তার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে।

এছাড়া, ইতিহাস থেকে জানা যায়, মিয়ানমারে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্টের কাছে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ২০১৬ সালে মধ্য মিয়ানমারের প্রাচীন শহর বাগানে ৬.৮ মাত্রার ভূমিকম্পে বেশ কয়েকটি মন্দির ভেঙে পড়েছিল এবং তিনজন নিহত হয়েছিলেন।

Header Ad
Header Ad

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের আজ (২৮ মার্চ) তৃতীয় দিনে দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

Header Ad
Header Ad

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

আফরোজ পারভীন সিলভিয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সিলভিয়াসহ ৪ জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপরপরই তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও আইনজীবী সিলভিয়া কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর সিলভিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি সামনে আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে তড়িঘড়ি করে তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন ও সেতু
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ সদস্য নিহত
সফল বৈঠক, ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের
আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারানোর অভিযোগ এক নারী পোশাককর্মীর
লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ