টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের

ফাইল ছবি
গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে হাঁটুতে চোট পেয়ে দল থেকে ছিটকে যান পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ ও টিম ম্যানেজমেন্ট তাকে ৬ সপ্তাহের বিশ্রামে রেখেছিল তাকে। একপর্যায়ে পা নিয়ে ছুরি-কাঁচির নিচেও যেতে হয়েছিল তাকে।
যার কারণে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি এবাদতের।
চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেননি তিনি। এবার জানা গেল, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তারকা এই পেসারের।
যদিও দিন কয়েক আগেই মাঠে ফিরেছিলেন এবাদত। তবে সহজেই ম্যাচে খেলতে পারছেন না তিনি।
মূলত মার্চের শেষদিকে মাঠে ফিরেছিলেন এবাদত। অনুশীলনও শুরু করেছিলেন। এতে তাকে নিয়ে ফের স্বপ্ন বুনেছিল টিম ম্যানেজমেন্ট। তবে এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না এবাদতের।
ক্রিকবাজকে বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর সুস্থ হতে ১২ মাস পর্যন্তও লাগতে পারে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।
তিনি যোগ করেন, এর আগেও হয়তো ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না।
