সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?

ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা নিলাম চলছে। তিন বছর পর পর হওয়া এই নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনটি শুরু হয়েছে আজ, রোববার (২৪ নভেম্বর)। বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর এখন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। ভক্তদের কৌতূহল, কোন তারকা কোন দলে যাচ্ছেন, কত টাকায় বিক্রি হচ্ছেন তারা—এইসব প্রশ্ন নিয়ে উত্তেজনা চলছে। চলুন, এক নজরে দেখে নেয়া যাক, প্রথম দিন কোন খেলোয়াড় কোন দলে যোগ দিলেন।

গুজরাট টাইটান্স:

আইপিএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি গুজরাট এবারও শক্তিশালী দল গড়তে মরিয়া। নিলামের আগে তারা পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে। এতে মোট ব্যয় হয়েছে ৫১ কোটি রুপি। অবশিষ্ট ৬৯ কোটি রুপি নিয়ে শুরু করেছে নিলাম। অবশ্য এত টাকা খরচ করলেও অভিজ্ঞ রশিদ-গিলকে ঠিকই ধরে রেখেছে দলটি। এই দুইজন ছাড়াও আছেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানের মতো ক্রিকেটাররা।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে গুজরাট

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)—১০.৭৫ কোটি রুপি

জস বাটলার (ইংল্যান্ড)—১০.৭৫ কোটি রুপি

মোহাম্মদ সিরাজ (ভারত)— ১২.২৫ কোটি রুপি

পাঞ্জাব কিংস:

কখনও আইপিএলের শিরোপা জিততে না পারা পাঞ্জাব কিংস এবারের নিলামে সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লক্ষ রুপি নিয়ে হাজির হবে। মূলত খেলোয়াড় রিটেনশনের ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় তারা। অন্যান্য দলগুলো তারকা সব ক্রিকেটারদের রিটেনশন পদ্ধতিতে দলে নিলেও সেখানে মাত্র দুইজনকে নিয়েছে পাঞ্জাব। তাদের কেউই তারকা ক্রিকেটার নন। তারা হলে শশাঙ্ক সিংহ ও প্রভসিমরান সিংহ।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে পাঞ্জাব

অর্শ্বদীপ সিং (ভারত)—১৮ কোটি রুপি

শ্রেয়ার আইয়ার (ভারত)— ২৬.৭৫ কোটি রুপি

যুযবেন্দ্র চাহাল (ভারত)— ১৮ কোটি রুপি

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)— ১১ কোটি রুপি

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)— ৪.২০ কোটি রুপি

দিল্লি ক্যাপিটালস:

নিলামের টেবিলে ৭৩ কোটি রুপি নিয়ে হাজির হয়েছে দিল্লি ক্যাপিটালস। চার ক্রিকেটারকে রিটেনশন করেছে তারা। এতে খরচ হয়েছে মোট ৪৭ কোটি রুপি। সেই হিসেবে নিলাম থেকে বড় কোনো তারকাকে ভেড়াতে প্রস্তুত দলটি। কখনও শিরোপা জিততে না পারা দলটির জন্য ভারসাম্যপূর্ণ দল গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দলটিতে আছেন অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পোরেল।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে দিল্লি

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)—১১.৭৫ কোটি রুপি

লোকেশ রাহুল (ভারত)—১৪ কোটি রুপি

হ্যারি ব্রুক (ইংল্যান্ড)—৬.২৫ কোটি রুপি

জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া)— ৯ কোটি রুপি

২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

লখনৌ সুপার জায়ান্ট:

২০২৪ আইপিএলে মাঠের বাইরের নানা কর্মকান্ডে বেশ বিতর্কিত হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এবার নিলামের আগে তারাও গুজরাটের মতো পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে। এতে খরচ হয়েছে ৫১ কোটি রুপি। হাতে আছে ৬৯ কোটি রুপি। দলটিতে আছেন নিকোলাস পুরান, রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব, মহসিন খান ও আয়ুশ বাদোনি।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে লখনৌ

ঋষভ পন্ত (ভারত)— ২৭ কোটি রুপি

ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)— ৭.৫০ কোটি রুপি

এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)— ২ কোটি রুপি

মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)— ৩.৪০ কোটি রুপি

সানরাইজার্স হায়দরাবাদ:

আইপিএলের গত আসরের রানার্সআপ হায়দরাবাদ এবারও চমক দেওয়ার অপেক্ষায়। ২০২৪ সালে দারুণ ছন্দে থাকা দুই অসি ক্রিকেটার প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে ধরে রেখেছে তারা। পাশাপাশি আছে হেনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটারও। এছাড়া, দেশিদের মধ্যে অভিষেক শর্মা ও নিতীশ কুমার রেড্ডিরাও দ্যুতি ছড়াতে প্রস্তুত। এই পাঁচ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। অবশিষ্ট ৪৫ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করেছে হায়দরাবাদ।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে হায়দরাবাদ

মোহাম্মদ সামি (ভারত)—১০ কোটি রুপি

হারশাল প্যাটেল (ভারত)—৮ কোটি রুপি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল ধরা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। মূলত কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি থাকায় দলটির জনপ্রিয়তা আকাশচুম্বী। এবারের নিলামে বড় অঙ্কের অর্থ নিয়ে হাজির হয়েছে আরসিবিও। রিটেনশনের সময় তারা দলে ভিড়িয়েছে বিরাট কোহলি, রজত পাতিদার ও ইয়াশ দয়ালকে। এদের কিনতে মোট খরচ হয়েছে ৩৭ কোটি রুপি। ফ্র্যাঞ্চাইজিটি নিলাম শুরু করেছে ৮৩ কোটি রুপি নিয়ে।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে বেঙ্গালুরু

লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)— ৮.৭৫ কোটি রুপি

ফিল সল্ট (ইংল্যান্ড)— ১১.৫০ কোটি রুপি

চেন্নাই সুপার কিংস:

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই এবারও শক্তিশালী দল গড়ার পথে। দলটি রিটেন করেছে রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনিকে। এতে তাদের খরচ হয়েছে মোট ৬৫ কোটি রুপি। বাকি ৫৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নিয়েছে তারা। দেখার বিষয় গত আসরে দলটিতে দারুণ খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে এবার তারা ডেরায় ভেড়ায় কি না।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে চেন্নাই

ডেভন কনওয়ে ( নিউজিল্যান্ড)—৬.২৫ কোটি রুপি

রাহুল ত্রিপাঠি (ভারত) — ৩.৪০ কোটি রুপি

রাচিন রবীন্দ্র ( নিউজিল্যান্ড)—৪ কোটি রুপি

রবিচন্দ্রন অশ্বিন (ভারত) — ৯.৭৫ কোটি রুপি

কলকাতা নাইট রাইডার্স:

আইপিএলের গত আসরের চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্স ফের একবার চমক দিতে মরিয়া। গত আসরের দলটিতে খেলেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। যদিও এবার তাকে রিটেন করেনি দলটি। তারা ছয় জন প্লেয়ারকে নিলামের আগেই রিটেইন করেছে। তারা হলেন রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, হারশিত রানা ও রামানদ্বীপ সিংহ। এতে তাদের ব্যয় হয়েছে ৬৯ কোটি রুপি। ৫১ কোটি রুপি নিয়ে আজ নিলাম শুরু করেছে দলটি।

আজ নিলাম থেকে যাদের নিয়েছে কলকাতা

ভেঙ্কটেশ আইয়ার (ভারত)—২৩.৭৫ কোটি রুপি

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)— ৩.৬০ কোটি রুপি

২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

Header Ad
Header Ad

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হ্যান্ডশেক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের তারিখ পেরিয়ে যাওয়া প্রায় ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় কাজের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এ প্রসঙ্গে হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের যৌথ কারিগরি কমিটি প্রবাসী কর্মীদের স্বার্থে কাজ করছে।

বৈঠকে ড. ইউনূস গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতি তুলে ধরে বলেন, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় দ্রুত কাজ যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সহযোগিতা এই প্রক্রিয়াকে সহজতর করবে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের প্রতি সমর্থনের আহ্বান জানান। এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেন তিনি।

এই বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Header Ad
Header Ad

বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ। ছবি: ঢাকা প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবিতে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র জানায়, নতুন ভিসি দায়িত্ব গ্রহণের পরই ড. মোঃ তানজিউল ইসলামকে ক্যাফেটেরিয়ার পরিচালক করা হয়। একজন সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক।

নাম প্রকাশ না করা শর্তে একজন অধ্যাপক জানান, এই পদে অধ্যাপক থেকে দায়িত্ব দেয়ার প্রচালন রয়েছে। এছাড়া ইউজিসির নিয়ম অনুযায়ী সেখানে একজনকে পূর্ণকালীন নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে ৩০ এর অধিক অধ্যাপক রয়েছে সেখানে একজন সহযোগী অধ্যাপকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।

এইদিকে ক্যাম্পাসে একসময় আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় সদস্য ছিলেন ড. তানজিউল। তাই জুলাই বিপ্লবের পাশে থাকা শিক্ষকরাও তার এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউজিসির ২০২২ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ণকালীন নিয়োগ প্রদান করতে হবে। অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা বা কলেজের শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। পত্রে প্রতিষ্ঠাকাল ১০ বছর হয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে এ সকল পদে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অবিলম্বে নিয়োগ দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

কিন্তু বেরোবি প্রশাসন সেই নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রকের পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে (ভারপ্রাপ্ত) দায়িত্ব দিয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, ‘আমাদের লোকজন কম তাই উনাকে (ড. মোঃ তানজিউল ইসলাম) আপাতত নিয়োগ নিয়োগ হয়েছে। পরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা পূর্ণকালীন নিয়োগ দিব।’

ইউজিসির সদস্য প্রফেসর ড.মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এই ধরনের কিছু আমি শুনিনি। যদি নিয়মের ব্যত্যয় ঘটে অবশ্যই ইউজিসি ব্যবস্থা নিবে। আর আমি অন্য ডিভিশনের কাজ করি। এই ব্যাপারে প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ভালো বলতে পারবেন। তবে অনিয়ম হলে ইউজিসি সেটির ব্যবস্থা নিবে।’

 

Header Ad
Header Ad

দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ

দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ। ছবি: সংগৃহীত

প্রায় এক সপ্তাহ ধরে লস অ্যাঞ্জেলসে চলতে থাকা দাবানলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের হাজার হাজার মানুষ, এবং এর প্রভাব পড়েছে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের ওপরও। ছোট পর্দা থেকে বড় পর্দার তারকাদের মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে, লস অ্যাঞ্জেলসের মালিবুতে দাবানলের আগুনে প্রাণ হারিয়েছেন এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজ। স্কাইজ ১৭ একর জমির ওপর একটি বাড়িতে থাকতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা, শেলী স্কাইজ।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত ররি স্কাইজ ১৯৯৮ সালে ব্রিটিশ টেলিভিশন সিরিজ "কিডি ক্যাপার" দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার মা শেলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে বলেন, "বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য সে ছিল এক অমূল্য উপহার।" শেলী আরও জানিয়েছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু বাড়ির পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়। "পানি দেওয়ার সময় পাইপে কোনো পানি আসছিল না, এমনকি দমকল কর্মীদের কাছে পর্যাপ্ত পানি ছিল না," লিখেছেন তিনি।

এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা জানিয়েছেন, নিহতদের ঘটনার তদন্ত চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর
রাজনৈতিক চাপের মুখে বিএমডিএ, নিয়োগ বাতিল হচ্ছে সাড়ে ৪ হাজার কর্মচারীর!
সীমান্তে ভারতীয় বিএসএফের বর্বরতা, ১ দশকে নিহত ২৮৯ বাংলাদেশি
১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ