খেলা

আট হাজারেও প্রথম তামিম


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :০৫ আগস্ট ২০২২, ০৫:১৪ এএম

আট হাজারেও প্রথম তামিম

ওয়ানডে ক্রিকেটের কাপ্তান তামিম ইকবাল। তার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ঝান্ডা উড়েইে চলেছে। তিনি নেতৃত্বের এই ঝান্ডা পেয়েছিলেন মাশরাফির হাত থেকে। যেন মশরাফির যোগ্য উত্তরসূরি। এবার সেই ওয়ানডে ক্রিকেটে আরেকটি মাইলফলক নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে করেছেন আট হাজার রান।

শুধু আট হাজার রান করার ক্ষেত্রেই তামিম ইকবাল প্রথম বাংলাদেশি নন, এর আগে চার হাজার, পাঁচ হাজার, ছয় হাজার এমন কি সাত হাজার রান করার ক্ষেত্রেও তিনি ছিলেন প্রথম বাংলাদেশি। আট হাজার রান পূর্ণ করতে তামিম খেলেছেন ২২৯ ম্যাচের ২২৭ ইনিংস।

এই ম্যাচ তামিম ইকবাল খেলতে নেমেছিলেন আট হাজার রান করা থেকে ৫৭ রান পেছনে থেকে। ৬২ রান ইনিংস খেলার পথে তিনি নিজেকে জড়িয়ে নেন এই মাইফলকে। প্রথম বাংলাদেশি হলেও বিশ্বে তিনি ৩৩তম।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে তামিমের পরে আছেন সাকিব আল হাসান। তবে তিনি বেশ পেছনে। ২২১ ম্যাচের ২০৯ ম্যাচ খেলে তার রান ৬৭৫৫। এরপর ৬৬৯৭ রান করে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।

রান করার ক্ষেত্রে তামিম ইকবাল যেমন এগিয়ে আছেন তেমনি সেঞ্চুরি করার ক্ষেত্রেও। তার সেঞ্চুরি ১৪টি। এখানেও বেশ পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তার সেঞ্চুরি ৯টি। এখানেও মুশফিকুর রহিম তৃতীয় স্থানে আছেন ৮টি সেঞ্চুরি করে।

আজকের ম্যাচে তামিম ইকবাল মাইলফলক স্পর্শ করার পর আর বেশি দূর যেতে পারেননি। ৬২ রানেই আউট হয়ে যান। সিকান্দার রাজার শর্ট বলকে বাউন্ডারি মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। বল উল্টো দিকে শর্ট থার্ডম্যানে ক্যাচ উঠে যায়। ধার পড়েন ইনোসেন্ট কাইয়ার হাতে। ৮৮ বলে ৯ বাউন্ডারিতে সাজানো ছিল তার ৬২ রানের ইনিংস। এটি ছল তার ৫৪তম হাফ সেঞ্চুরি।

এমপি/টিটি