জাতীয়

হাদিসুরের মরদেহ আসতে পারে রবি-সোমবার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১১ মার্চ ২০২২, ০৭:২৫ এএম

হাদিসুরের মরদেহ আসতে পারে রবি-সোমবার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী রবি (১৩ মার্চ) অথবা সোমবার (১৪ মার্চ) ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ ঢাকায় আসতে পারে। শুক্রবার (১১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এক ফেসবুক পোস্ট থেকে এতথ্য জানা যায়।

ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম লিখেছেন, নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃতদেহ ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে। আশা করছি সকাল নাগাদ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।

গত ২২ ফেব্রুয়ারি বাংলার সমৃদ্ধি জাহাজ ইউক্রেনে অলভিরা বন্দরের পৌঁছায়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে জাহাজটি বন্দরে আটকে ছিল।

২ মার্চ জাহাজে রকেট হামলা হয়। হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। তার মরদেহ ফ্রিজিং করে ইউক্রেনেই রেখে দেওয়া হয়। পরদিন অর্থাৎ ৩ মার্চ দুপুর আড়াইটায় জাহাজ থেকে বেঁচে যাওয়া নাবিকদের উদ্ধার করে একটি টাগবোটে করে নিরাপদ বাংকারে নিয়ে যাওয়া হয়।

৫ মার্চ পর্যন্ত নাবিকরা বাংকারে ছিলেন। ওইদিন দুপুরে তাদের মাইক্রোবাসে করে মলদোভা সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে রোমানিয়ায় নেওয়া হয় তাদের।

বুধবার (৯ মার্চ) হামলা থেকে বেঁচে যাওয়া ২৮ নাবিক ঢাকা ফিরেছেন।

আরইউ/