ভারী বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি
গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীবাসী। এর মাঝে গতকাল (৮ জুন) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও স্বস্তি মিলছিল না। অবশেষে শুক্রবার (৯ জুন) দেখা মিলল ভারী বৃষ্টির। এতে স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।
শুক্রবার সকাল ১০টার দিকে একপশলা বৃষ্টি হয়। এরপর কিছুটা থেমে বেলা ১১টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে যেমন তাপমাত্রা কমেছে তেমনি স্বস্তি নেমেছে নগরজীবনে।
ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল। এদিন রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, যাত্রাবাড়ি, গুলিস্তান, রামপুরা, গুলশান এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তরপশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।