
অপরাধ
হেরোইন এবং দেশীয় চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র্যাব-১ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ হতে হেরোইন এবং দেশীয় চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বুধবার (২২ জুন) র্যাব-১ এর উত্তরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ৯ নং ওয়াড, চনপাড়া পূনর্বাসন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. সুমন ও মো. রাশিদুল। এসময় তাদের হেফাজত থেকে ৮০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/