বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এবার বাড়ল চিনির দাম

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পর এবার বাড়ল চিনির দাম। বাজারে চিনির সংকটের মধ্যেই আরেক দফা এই পণ্যটির দাম বাড়ল। চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)।

খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ৫ টাকা করে। ফলে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১১২ টাকায়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের বিষয় জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি। খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ৫ টাকা করে। এতে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১১২ টাকায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ১৮ জানুয়ারি বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়িয়ে প্রতি ইউনিট ৩০ টাকা নির্ধারণ করে সরকার। তবে আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম আগের মতোই থাকছে। আগামী মাস থেকে এ দাম কার্যকর হবে।

শিল্পের তিন খাতে বাড়ল গ্যাসের দাম

অন্যদিকে গত ১২ জানুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বিদ্যুতের দাম ১৯ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন

এসজি

Header Ad
Header Ad

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

ছবি: সংগৃহীত

প্রধান সড়কে ওঠার দায়ে তিনজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের যান ভেঙে ফেলেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, ক্ষতিগ্রস্ত চালকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে প্রশাসক লেখেন- “আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নিচ্ছি।”

 

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ থাকলেও অনেক চালক জীবিকার তাগিদে নিয়ম ভেঙে মেইন রোডে উঠে পড়েন। এ নিয়ে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে নগর কর্তৃপক্ষ। তবে এবারের ঘটনায় অটোরিকশা ভেঙে ফেলার বিষয়টি নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নেটিজেনরা বলছেন, দুঃস্থ অটোরিকশাচালকদের জীবিকা কেড়ে না নিয়ে সচেতনতামূলক প্রচার ও বিকল্প আয়ের পথ দেখানোই ছিল উচিত। বিষয়টি আমলে নিয়ে প্রশাসকের এ সিদ্ধান্ত জনমানুষের প্রতি একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান

ছবি: সংগৃহীত

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে গতকাল মঙ্গলবার আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মাফ করেছিলেন হাইকোর্ট। বিলম্ব মাফের পর ডা. জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার।

Header Ad
Header Ad

গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় এক রাতে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় দুটি হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন ৩০ জন, আর উত্তর গাজায় মধ্যরাতের পর থেকে হামলায় নিহত হয়েছেন ৫১ জন।

বুধবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ও নাসের হাসপাতালের ওপর চালানো হামলায় নিহতদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন, যিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি চরমভাবে লঙ্ঘন করে বলেও উল্লেখ করেন মানবাধিকার কর্মীরা।

এরপরপরই উত্তর গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ৪৫ জন নিহত হন।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জন, আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন—এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাত্র দুই মাসের ব্যবধানে (১৮ মার্চ থেকে ১৪ মে) নিহত হয়েছেন ২ হাজার ৭৮০ জন, আহত হয়েছেন আরও প্রায় ৭ হাজার ৭০০ জন।

জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এ অঞ্চলের প্রায় সব অবকাঠামো হয় ধ্বংস হয়েছে, নয়তো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ চললেও ইসরায়েল এখনো হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ক্রমশ জোরালো হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার