সোমবার, ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

রাজধানীতে গরুর মাংসের দাম বাড়ল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশেই পবিত্র রমজান শুরু হয়েছে। অধিকাংশ মুসলিম দেশে কমেছে নিত্যপণ্যের দাম। তবে কমেনি বাংলাদেশে। উল্টো চড়া হয়েছে বাজার। সকল পণ্যের দাম কেজিতে ১০-২০ টাকা করে বেড়েছে। এর প্রভাব পড়েছে মাংসের দোকানেও। গরুর মাংস ৭২০ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোমবার (১১ মার্চ) মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও পীরেরবাগ এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। পবিত্র রমজান উপলক্ষে গরুর মাংসের বিক্রি বেড়েছে। একই সঙ্গে বাড়তি দামও নিচ্ছেন বিক্রেতারা। তাদের মতে, রমজানের কারণে হাটে গরুর দাম বেড়ে গেছে। ফলে মাংসও বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

মিরপুরের শেওড়াপাড়ায় মাংসবিক্রেতা নয়ন বলেন, এমনি সময় আমরা ৭২০ টাকা দরে মাংস বিক্রি করি। আজ ৭৫০ টাকায় বিক্রি করছি। রমজানকে কেন্দ্র করে হাটে গরুর দাম বেড়ে যাওয়ায় আমরাও একটু বাড়তি দামে বিক্রি করছি। এর চেয়ে কমে মাংস বিক্রি করার কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা শওকত আলী বলেন, আমাদের দেশে রমজান এলেই সবকিছুই দাম বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। মাঝে মাংসের দাম কিছুটা কমলেও শবে বরাতের আগে থেকেই মাংস ৭৫০ টাকা করে কিনতে হচ্ছে। এখানের সিন্ডিকেট রয়েছে কোনো দোকানদার চাইলেও দাম কমিয়ে বিক্রি করতে পারে না।

চট্টগ্রামে গরুর মাংসের দাম আরও চড়া। নগরের বহদ্দারহাট, চকবাজার, মুরাদপুর ও আশপাশের গরুর মাংসের দোকানগুলোতে প্রতি কেজি হাড়সহ গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকায়; যা গত ফেব্রুয়ারি মাসে বাজারে ৭০০–৭৫০ টাকায় পাওয়া যেত। বাজারের হাড় ছাড়া মাংসের দাম তুলনামূলক বেশি। সেটাও আজ বেড়েছে। বাজারে প্রতি কেজি হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হয়েছে ৯৫০ টাকায়। গত মাসে তা ছিল ৮৫০ থেকে ৯০০ টাকা।

কৃষি বিপণন অধিদফতরের তথ্য বলছে, চট্টগ্রামের বাজারে ২০২১ সালের মার্চে গরুর মাংসের দাম ছিল ৫৫০ থেকে ৫৬০ টাকা। পরের বছর একই মাসে তা ৭০০ থেকে ৭২০ টাকা হয়ে যায়। গত বছর এই সময়ে বাজারের হাড়সহ গরুর মাংসের দাম ছিল গড়ে ৭৫০ টাকা ও হাড় ছাড়া ৯০০ টাকা। প্রতিবছর রোজার অন্তত এক মাস আগে বাজারে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম।

এদিকে, সর্বশেষ ২০১৮ সালে মাংস ব্যবসায়ী সমিতি ও সিটি কর্পোরেশন মিলে প্রতি কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করে ৩২০ টাকা। কিন্তু পরের বছর সমিতির বিভিন্ন সংস্কারের পরামর্শ না শুনে সরকার দাম নির্ধারণ বন্ধ করে দেয়। এক বছরেই তখন মাংসের দাম ৫০০ টাকায় উঠে যায়। পরে ২০২০ সালে মাংসের দাম গিয়ে ঠেকে ৬০০ টাকায়; ২০২১-২২ সালে ৭০০ টাকা এবং ২০২৩ সালে দাম হয় ৮০০ টাকা।

অন্যদিকে, প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে দেশে মাংসের উৎপাদন ছিল ৮৭ লাখ টন। ওই বছর দেশের বাজারে মাংসের চাহিদা ছিল ৭৬ লাখ টন। ফলে চাহিদার তুলনায় ১১ লাখ টন বেশি মাংস উৎপাদিত হয়েছে।

Header Ad
Header Ad

একযোগে ১৭ পুলিশ সুপারকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব

ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। একযোগে ১৭ জন পুলিশ সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশে কর্মরত এ কে এম জহিরুল ইসলামকেও বদলি করা হয়েছে অন্যত্র। পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পদায়ন করা হয়েছে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে।

১৩ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকেও ডিএমপিতে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ সুপার মাহমুদা বেগমকে নেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এস এম শফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা খালেদা বেগমকে বদলি করা হয়েছে এপিবিএনে।

একইসঙ্গে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান ও আতিয়া হুসনা রয়েছেন। পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জে, পিবিআইয়ের শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জে, এবং এসবির মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভূঞাকে পাঠানো হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে। নৌ পুলিশের মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে, ট্যুরিস্ট পুলিশের নুর রেজওয়ানা পারভীনকে পিবিআইয়ে, পিবিআইয়ের শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জে এবং এসবির এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

Header Ad
Header Ad

নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এনসিপির প্রধান কর্তব্য: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধানতম রাজনৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ হলো রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠান সংস্কার ও নতুন সংবিধান জরুরি।”

তিনি বলেন, এনসিপি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং উপনিবেশবিরোধী সংগ্রামের আদর্শকে ধারণ করে। দলটি সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করছে।

নাহিদ ইসলাম আরও বলেন, “এনসিপি ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির পক্ষে। আমরা ইসলাম বিদ্বেষ, সাম্প্রদায়িকতা বা চরমপন্থার বিপক্ষে। সেকুলারিস্ট কিংবা ধর্মতান্ত্রিক কোনো মতবাদ নয়, বরং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রই আমাদের আদর্শ।”

তিনি জানান, এনসিপি নাগরিকদের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবকে শ্রদ্ধা করে। বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম ও বাঙালি মুসলমানের সংস্কৃতি এবং সংখ্যালঘু ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠীর অধিকার সংরক্ষার অঙ্গীকার দলটি পালন করে।

নারীর মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে এনসিপির অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। পারিবারিক আইনের আওতায় নারীর সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করতে দলটি কাজ করবে।

দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদকে বাংলাদেশে সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “এনসিপি এই প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।”

তিনি বলেন, এনসিপি একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে চায়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে দলের প্রধান নীতিনির্ধারণী অঙ্গ।

পরিশেষে তিনি বলেন, “বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন গঠনের ভিশন নিয়ে এনসিপি কাজ করছে; যা বাংলাদেশের কৌশলগত অবস্থানকে উন্নত করবে।”

Header Ad
Header Ad

আদমদীঘিতে চলন্ত ট্রেনের দরজা দিয়ে বাবাকে ফেলে দেয়ার অভিযোগ ছেলের (ভিডিও)

ভুক্তভোগী মতিউর রহমান ও তার ছেলে (ডানে)। ছবি: ঢাকাপ্রকাশ

সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছে এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাত করছিল লোকটি। এক সময় ভেতর থেকে লোকটির হাত ছেড়ে দিলে তাকে ট্রেন লাইনে পড়ে যেতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওর দৃশ্য এটি। এই দৃশ্য কোনো সিনেমা কিংবা কোনো নাটকের দৃশ্য নয়। বাস্তব ঘটনা এটি।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার নসরতপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান (৫২)। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মতিউর পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রহমান একজন আদম ব্যাপারী। দুই বছর আগে সজিব নামের এক যুবক তার মতিউর রহমানের মাধ্যমে সৌদি আরবে গেছেন। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্রে সমস্যা থাকায় ইকামা (কাজের সুপারিশ সনদ) না পাওয়ায় সজিবের পরিবারের সঙ্গে মতিউরের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সজিবের নির্দেশে কয়েকজন যুবক গতকাল মতিউরকে চলন্ত ট্রেন থকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। সজিবের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার তালসন গ্রামে।

মতিউরের ছেলে আহসান হাবিব ঢাকাপ্রকাশকে বলেন, ‘বাবা গতকাল দুপুরে বগুড়া থেকে দোলনচাঁপা এক্সপ্রেস নামের একটি ট্রেন সান্তাহারে আসতেছিল। আসার পথে নসরতপুর স্ট্রেশনে আসার আগে বাবার কামরায় থাকা ১০-১২ জন যুবক বাবাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তারা বাবাকে নিচে ফেলে দেয়। ট্রেন পড়ে গিয়ে ট্রেন লাইনে পড়ে গেলেও ভাগ্য বলে ট্রেনের চাকা তার শরীরের ওপর দিয়ে যায়নি। তবে আঘাত লেগে একটা পা ভেঙ্গে গেছে। প্রথমে তাকে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন বগুড়ায় একটি ক্লিনিকে বাবা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আদমদিঘী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা করতে গেলে তাঁরা সান্তাহার জিআরপি পুলিশ স্ট্রেশনে যোগাযোগ করতে বলেন। গতকাল রাতে সান্তাহার জিআরপি স্টেশনে গেলে সেখানেও কোনো মামলা নেয়নি পুলিশ।’

এ বিষয়ে সান্তাহার জংশনের জিআরপি স্ট্রেশনের পরিদর্শক হাবিবুর রহমান দাবি করেন, ‘ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়তে আমরাও দেখেছি। তবে এ ঘটনায় জিআরপি স্টেশনে কেউ কোনো অভিযোগ দিতে আসেনি । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একযোগে ১৭ পুলিশ সুপারকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এনসিপির প্রধান কর্তব্য: নাহিদ ইসলাম
আদমদীঘিতে চলন্ত ট্রেনের দরজা দিয়ে বাবাকে ফেলে দেয়ার অভিযোগ ছেলের (ভিডিও)
ভারতের আম নিল না আমেরিকা, বিমানবন্দরে পচছে কোটি কোটি টাকার আম!
বদলে গেলো নাম, ধানমন্ডি ২৭ এখন 'শহীদ ফারহান ফাইয়াজ' সড়ক
ফার্স্ট সিকিউরিটি থেকে ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনের দাবিতে ফের মাঠে নামার হুঁশিয়ারি ১২ দলীয় জোটের
পলাতকদের অর্থ জব্দ, লুটের টাকা গরিবের কল্যাণে ব্যবহার হবে: গভর্নর
৬০ ভাগ তরুণ-তরুণী ভুগছেন ‘টেক্সট নেক’-এ, জানুন কারণ ও করণীয়
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখলমুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার
ইশরাকের শপথ নিয়ে অনেক জটিলতা আছে: উপদেষ্টা আসিফ
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল, গড়লেন বিশ্ব রেকর্ড
ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা জামিল বেনাপোলে গ্রেফতার
আ.লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ
পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ, মিলল বোর্ডের অনুমতি
বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা
দেশে এক বছরে বেকার বেড়েছে সোয়া ৩ লাখ
যমুনা টিভিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন কোচাশহর ইউনিয়নের চেয়ারম্যান
‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যায়ের শিক্ষক গ্রেপ্তার
স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোলে আটকে ৩৬ ট্রাক গার্মেন্টস পণ্য