রাজধানী

শ্বশুরের আত্মহত্যা, থানায় রিয়াজের অপমৃত্যু মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৪ এএম

শ্বশুরের আত্মহত্যা, থানায় রিয়াজের অপমৃত্যু মামলা

ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায় তার জামাতা চিত্রনায়ক রিয়াজ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধানমন্ডি থানায় এ অপমৃত্যুর মামলাটি রেকর্ড করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া জানান, আবু মহসিনের মৃত্যুর ঘটনায় তার জামাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

এর আগে, বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে আবু মহসিন খানের লাশ হস্তান্তর করা হয়। মরদেহটি গ্রহণ করেন নিহতের জামাতা চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।

 

এনএইচ/এমএমএ/