বিনোদন

মা হারালেন পূজা চেরী


বিনোদন ডেস্ক
প্রকাশ :২৪ মার্চ ২০২৪, ১২:২৬ এএম

মা হারালেন পূজা চেরী
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার তরুণ চিত্রনায়িকা পূজা চেরীর মা ‌‌ঝর্না রায় মারা গেছেন। রবিবার (২৪ মার্চ) সকাল পৌনে ১১টা নাগাদ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন পূজার পারিবারিক বন্ধু ও প্রযোজক আব্দুল আজিজ।

আজিজ বলেন, ‘ঝর্না আন্টি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা চলছিলো। আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় কাজ করছেন এখনও।