বিনোদন

বিয়ে করলেন জোভান, কনের নাম নির্জনা


বিনোদন ডেস্ক
প্রকাশ :১৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ এএম

বিয়ে করলেন জোভান, কনের নাম নির্জনা
ছবি: সংগৃহীত

অনেকটা চাপা স্বভাবের মানুষ জোভান, নিজের ব্যাক্তিগত জীবনকে সবসময় আড়াল রাখতেই পছন্দ করেন তিনি। বিয়ে করেও আড়ালে রেখেছেন নিজের স্ত্রীকে। হঠাৎ করে এ অভিনেতার বিয়ের খবর জন্ম দিয়েছে নানান জল্পনা-কল্পনার। কাকে বিয়ে করেছেন ছোটপর্দার এ অভিনেতা, প্রেম না কি পারিবারিকভাবে সহ নানান প্রশ্ন। তবে খুব বেশি কিছু জানা না গেলেও বিভিন্ন সূত্রের মাধ্যমে নামটা জানা গেছে। জোভানের স্ত্রীর নাম নির্জনা।

জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। ছবি: সংগৃহীত

 

শুক্রবার রাত ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোভান। এরপরই চাউর হয় বিয়ের খবর। তবে সেই পোস্টে অভিনেতা নিজেই ''কবুল'' ক্যাপশন দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জোভানের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, জোভান খুব চাপা স্বভাবের মানুষ। তিনি এসব বিষয় আড়াল রাখতে পছন্দ করেন। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জোভানের এ বন্ধুর কথার প্রতিফলন দেখা গেছে পোস্ট করা ছবিতেও। সেখানে জোভান তার স্ত্রীর মুখ‌টি দেখান‌নি, এমনকি তার বিষ‌য়ে কো‌নো তথ‌্যও জানান‌নি।

কবে জোভান বিয়ে করেছেন, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। তবে সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজন পারিবারিকভাবে হয়েছে। জোভানের স্ত্রী বা বিয়ের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও জানা যায়, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকায়। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিয়ের কিছুদিন আগে থেকে পরিচয় ছিল দুজনের। তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফেসবুকে জোভান প্রথম ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’

ছবিতে দেখা যায়— একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে সেই মেয়েটির কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।