সারাবিশ্ব
মাদাগাস্কারে জেন-জি বিক্ষোভে সেনাবাহিনীর যোগদান, উত্তাল রাজপথ
দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও সরকারবিরোধী ক্ষোভে এবার উত্তাল হয়ে উঠেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে চলমান আন্দোলনে এবার যোগ দিয়েছে বিদ্রোহী সামরিক ইউনিটগুলোও। এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশজুড়ে।
শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাজোয়েলিনাকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও শাসনব্যবস্থার অনিয়মের প্রতিবাদে সাধারণ নাগরিকদের পাশাপাশি এবার মাঠে নেমেছে সেনাবাহিনীর বিদ্রোহী অংশ।
রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। সরকারবিরোধী এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন তরুণ প্রজন্মের হাজারো মানুষ—বিশেষ করে ‘জেন-জি’ প্রজন্মের অংশগ্রহণে রাজপথ এখন উত্তপ্ত। তারা দাবি করছে, “একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে হবে।”
অন্যদিকে, এক সরকারি বিবৃতিতে প্রেসিডেন্ট রাজোয়েলিনা অভিযোগ করেছেন—এই আন্দোলনের পেছনে বিরোধী দলের ‘অবৈধ ক্ষমতা দখলের ষড়যন্ত্র’ কাজ করছে। তিনি সেনা অভ্যুত্থানের হুঁশিয়ারিও দেন, যাতে সামরিক বাহিনীর আরও অংশ বিদ্রোহে যোগ না দেয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সংকট ঘিরে অসন্তোষ বাড়তে থাকে। সেই সময় থেকে শুরু হওয়া ছোট পরিসরের বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে। বর্তমানে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।