বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

কেট মিডলটন। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ক্যাথরিন বলেছেন, অবিশ্বাস্য কঠিন কয়েকটি মাস পার করার পর এটি তার কাছে ছিল একটি ‘বিশাল ধাক্কা’। সেই সঙ্গে একটি ইতিবাচক বার্তাও দিয়েছেন ক্যাথরিন। বলেছেন, আমি ভালো আছি এবং প্রতিদিন আরও শক্তি পাচ্ছি।

৪২ বছর বয়সী কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ। ব্রিটিশ রাজপরিবারে রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। শুক্রবারের ঘোষণার আগে রাজা এবং রানিকে ক্যাথরিনের স্বাস্থ্যের খবর জানানো হয়েছিল।

গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছুজানানো হয়নি। অবশ্য ক্যান্সারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কেনসিংটন প্যালেস থেকে বলা হয়েছে, ক্যাথরিন ক্যান্সার থেকে সম্পূর্ণসুস্থ হবেন এটি নিশ্চিত। ক্যাথরিনের বিবৃতিতে বলা হয়েছে, গত জানুয়ারিতে যখন তার পেটে অস্ত্রোপচার হয়েছিল। তখন ক্যান্সার ধরা পড়েনি। তবে অপারেশনের পর পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। তার মেডিকেল টিম তাই পরামর্শদিয়েছে যে, তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির কোর্সকরানো উচিত এবং তিনি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে তার কেমোথেরাপি শুরু হয়েছে। প্রাসাদ থেকে বলা হয়েছে, ক্যান্সারের ধরন ও চিকিৎসার মতো ব্যক্তিগত বিষয় প্রকাশ করা হবে না। ক্যাথরিন বলেছেন, তিনি এই মুহূর্তেক্যান্সার আক্রান্ত সবার কথা ভাবছেন। তিনি বলেন, এই রোগে আক্রান্ত প্রত্যেকের জন্য পরামর্শ, পরিস্থিতি যাই হোক না কেন, দয়া করে বিশ্বাস বা আশা হারাবেন না। আপনি একা নন।

Header Ad
Header Ad

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।’

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, ‘সাম্যকে হত্যার পেছনে কী কারণ ছিল, কী অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন তিনজনকে, তারা ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে সাম্যর মতো একজনকে কে হত্যা করবে? ভবঘুরেরা তাকে কেন হত্যা করবে?’

রিজভী বলেন, জাতীয় সংগীতের বিরোধী যারা তাদের বিপক্ষে সাম্যের অবস্থান ছিল তাই কী তাকে হত্যা করা হলো? শিক্ষাঙ্গনে কেন রক্ত ঝরবে৷ ক্যাম্পাসে কেন রক্ত ঝরবে? একাধিক প্রশ্ন রাখেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে রিজভী বলেন, ঢাবি ভিসির কাছে সাম্য হত্যার বিচার চাইতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু তিনি তুইতাকারি করেছেন, বিরক্ত হয়েছেন তাদের কথা শুনে। জাতীয়তাবাদের দর্শনে যারা রাজনীতি করেন তাদের পছন্দ করেন না ভিসি। ঢাবি ভিসি ও প্রক্টর একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী। আপনাদের মাথায় যে দর্শন তা প্রতিষ্ঠিত করতে কাজ করছেন ভিসি বলেও অভিযোগ করেন তিনি।

শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা নিয়ে রিজভী বলেন, ‘আমি পুলিশ বিভাগকে বলব, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না।’

Header Ad
Header Ad

মেট্রোরেলে ২৪ পদে ১২০ জনের চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি ২৪ পদে ১২০ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মে সকাল ১১টা থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)।

পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে।

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা।

পদসংখ্যা: ৩টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৬. পদের নাম: অর্থ কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে।

৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা।

পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ২৫,৯৯০ টাকা (গ্রেড-১২)।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে।

৮. পদের নাম: অর্থ সহকারী।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)।

পদসংখ্যা: ৫টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকস টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)।

পদসংখ্যা: ৬টি।
মূল বেতন: ৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশন টেকনোলজি/ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার।

পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ২৫,৯৯০ টাকা (গ্রেড-১২)।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

২০. পদের নাম: পেশ ইমাম।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২৩,৪৬০ টাকা (গ্রেড-১৪)।
আবেদনের যোগ্যতা: কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস হতে হবে।

২১. পদের নাম: মুয়াজ্জিন।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার।

পদসংখ্যা: ৮০টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যালওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং/ইলেকট্রনিকস কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন/অটোমোটিভ/অটোমোবাইল/ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি/বিল্ডিং মেইনটেন্যান্স অ্যান্ড কনস্ট্রাকশন/ওয়েল্ডিং ও ফেবরিকেশন অথবা এইচএসসি (বিজ্ঞান)।

২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)।

পদসংখ্যা: ৪টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এসএসসি অথবা এসএসসি (ভোকেশনাল) ডিগ্রি থাকতে হবে।

২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) ইন অটোমোবাইল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স অথবা এসএসসি (বিজ্ঞান) ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ মে ২০২৫ তারিখে)। এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রের জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। ক্রমিক নম্বর ২১-এ বর্ণিত পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৪ জুন ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Header Ad
Header Ad

৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব

ছবি: সংগৃহীত

গত ১৬ মাসে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু সৌদি আরব থেকেই ফেরত পাঠানো হয়েছে ৫ হাজার ৩৩ জনকে। পাকিস্তানের জাতীয় পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপস্থাপিত এক তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়। খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ মে) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে বিতাড়িত ভিক্ষুকদের দেশভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায়, ২০২৪ সালজুড়ে সৌদি আরব ছাড়াও ইরাক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার ও ওমান থেকে শত শত পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ইরাক থেকে ২৪২ জন, মালয়েশিয়া থেকে ৫৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৯ জন ভিক্ষুক পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

এ ছাড়া চলতি বছরের (২০২৫) হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৫৫২ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে ৫৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৯ জন এবং ইরাক থেকে পাঁচজনকে ফেরত পাঠানো হয়।

বিশেষজ্ঞদের মতে, অভিবাসন ব্যবস্থার দুর্বলতা, বিদেশে শ্রমবাজারে প্রতারণার শিকার হওয়া এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি—এই সমস্ত কারণে অনেকেই বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। এতে দেশটির ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে এর নেতিবাচক প্রভাবও পড়ছে।

সরকার সূত্র জানিয়েছে, বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের যথাযথভাবে যাচাই-বাছাই ও প্রশিক্ষণ ছাড়া বিদেশে পাঠানোর বিষয়টি এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী
মেট্রোরেলে ২৪ পদে ১২০ জনের চাকরির সুযোগ
৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব
সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো ডিএসসিসি
চুরির টাকায় ফ্রিজ-আলমারি কিনে ধরা খেল কেয়ারটেকার
সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করল বিএসইসি
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান
বেনাপোল কাস্টমসে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ইন্টারনেট সেবায় বিভ্রাট, গ্রামীণফোনের কাছে ব্যাখ্যা চাইল বিটিআরসি
পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা
সান্ডা কী? এটি খাওয়া কি হারাম না হালাল, কী বলে ইসলাম
টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও
সাম্যকে নিয়ে একটি গুপ্ত সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে : ছাত্রদল সভাপতি
টিকটকে লাইভ করার সময় তরুণীকে গুলি করে হত্যা
জুলাই থেকে ২০ শতাংশ কমছে ইন্টারনেটের দাম: ফয়েজ আহমদ
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন
ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার
কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান
এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল বিজিবি সদস্যের