ভারতীয় বিভিন্ন সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত
ভারতের কয়েকটি ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিনিয়ত অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করছে। তদন্তে উঠে এসেছে, কিছু ভারতীয় ভ্রমণ সংস্থা পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রে মানুষ পাচারে জড়িত রয়েছে। এমন কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা শুধু এখনই নয়, ভবিষ্যতেও অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে চলবে। এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়ে তারাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।
বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসন আইন প্রয়োগ শুধু যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ প্রতিরোধেই নয়, বরং এই প্রক্রিয়ায় যারা সহযোগিতা করে তাদেরও জবাবদিহির আওতায় আনার জন্য অত্যন্ত জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বিরোধী কড়া নীতি গ্রহণ করেন। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই তালিকায় ভারতীয় অভিবাসীরাও রয়েছেন। সম্প্রতি কয়েকজন ভারতীয়কে হাত-পা বাঁধা অবস্থায় বিমানে তুলে ফেরত পাঠানো হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
