
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার উপর করা রিটের আবেদন মুলতবি
২৯ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১১:১৫ এএম

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের উপর আরও ৪ সপ্তাহের জন্য স্ট্র্যান্ডওভার (মুলতবি) করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় সেটা দেখে পরবর্তী আদেশ দেবেন। তার মানে আরও এক মাস পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা নেই।
বুধবার (২৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগেও গত ২৫ জানুয়ারি ওই রিটের শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্যে উঠে।
এ বিষয়ে আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের রিটের আবেদনের উপর আরও ৪ সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।
কেএম/এসজি