আইন আদালত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০২ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে এই অভিযোগপত্র ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রার দপ্তরে জমা দেন প্রসিকিউশন টিম। একই সময় গ্রেপ্তারকৃত সাতজন আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। অভিযোগপত্রে সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৮ জন ইতোমধ্যে কারাগারে আছেন।

ওই ভয়াল দিনে বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে আন্দোলনরত ছয়জনের ওপর গুলি চালায় পুলিশ। গুলিতে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত হন। পরে তাদেরকে প্রথমে একটি ভ্যানে, পরে আরেকটি পুলিশের গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ছয়জনেরই মৃত্যু হয়।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেনের। একজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

এই ঘটনার এক মাস পর, গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। তদন্তে উঠে আসে, পুলিশ এ ঘটনা পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছে। আন্দোলন দমন করতেই ছয়জনকে হত্যা করে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বুধবার (৩ জুলাই) এই মামলার অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে শুনানি হবে ট্রাইব্যুনালে।