শুক্রবার, ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

পুলিশের চাকরি ছাড়লেন ৪১তম বিসিএসের ৫ এএসপি

ছবি: সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদনকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া পাঁচ এএসপি হলেন—রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র।

সূত্র জানিয়েছে, চাকরি ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত পছন্দ ও বিকল্প চাকরির সুযোগকে সামনে রেখেছেন তারা। জানা গেছে, পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়ে তারা চলতি বছরের ১৪ জানুয়ারি আবেদন করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ সরকারের অন্য বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।

তবে সরকারিভাবে তাদের চাকরি ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে বিসিএস ক্যাডার ও প্রশাসনে নানা আলোচনা চলছে। কয়েক বছর ধরে কিছু তরুণ কর্মকর্তা পুলিশের মতো গুরুত্বপূর্ণ বিভাগে যোগ দিলেও ব্যক্তিগত পছন্দ, কর্মপরিবেশ কিংবা বিকল্প ক্যারিয়ারের কারণে চাকরি ছাড়ার প্রবণতা বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় একদিনে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে শুরু হওয়া বিমান ও স্থল অভিযানে আহত হয়েছেন আরও প্রায় ২৫০ জন। এতে করে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৫৩ হাজার ৮০০ ছাড়িয়েছে।

স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, চলমান অভিযানে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাদ্য সংকটে অনাহারে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের, যাদের অধিকাংশই শিশু ও প্রবীণ। সহস্রাধিক মানুষ এখনও তীব্র খাদ্যাভাবে ভুগছে এবং মৃত্যুঝুঁকিতে রয়েছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মাত্র গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১০৭টি মৃতদেহ ও ২৪৭ জন আহত ব্যক্তি পৌঁছেছেন। এ নিয়ে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে।

ইসরায়েলি বাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করে, যা চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে কার্যত অকার্যকর করে দেয়। এরপর থেকে আরও ৩ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ হাজার।

উল্লেখ্য যে, এই সহিংসতা আন্তর্জাতিক আইনি পর্যায়েও আলোচিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজা পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে মামলা চলমান রয়েছে।

Header Ad
Header Ad

এনবিআর এখনই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হচ্ছে—এমন গুঞ্জনের মধ্যেই অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখনই এনবিআর বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়নের আগে রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে বিশদ আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশটি বাস্তবায়নের জন্য দুটি নতুন বিভাগের সাংগঠনিক কাঠামো গঠন, পদ সৃষ্টি, সচিব কমিটির চূড়ান্ত অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয়সহ বেশ কিছু দীর্ঘমেয়াদি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া নতুন বিভাগগুলোর জন্য ব্যবসায় বরাদ্দ নির্ধারণ (অ্যালোকেশন অব বিজনেস), আয়কর, কাস্টমস, মূসকসহ সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনার প্রয়োজন হবে। এসব প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় এখনই এনবিআর বিলুপ্তির কোনো বাস্তবতা নেই বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ: আলোচনায় ছিল ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জনের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন নাহিদ ইসলাম। এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে আলাপ করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকা না থাকা।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম ঘটনাটি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে, একই সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। এসব সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের
এনবিআর এখনই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ: আলোচনায় ছিল ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ
ঢাকার রাস্তায় চালু হচ্ছে বৈদ্যুতিক বাস
চালের দাম নিয়ে ঠাট্টা, মন্ত্রিত্ব হারালেন জাপানের কৃষিমন্ত্রী
শিল্পীদের অনেকেই সুযোগ নিত, ফলে বিপদে পড়েছে: বাপ্পারাজ
কুবিতে বহিষ্কৃত শিক্ষার্থী অংশ নেওয়ায় বাতিল হচ্ছে পরীক্ষা
নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারের প্রতি সহযোগিতা কঠিন হবে: বিএনপি
৬ দিনের কলম বিরতির পর পুনরায় সচল বেনাপোল কাস্টমস হাউস
সাবেক ডিজিএফআই ও এনএসআই প্রধানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে একমত পাকিস্তান ও আফগানিস্তান
বাসায় আগুন, স্ত্রী-কন্যাসহ অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বিতর্কিতদের অপসারণ ও উপদেষ্টা পরিষদ ছোট করার আহ্বান বিএনপির
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি তানজিলের ৫ দিনের রিমান্ড
হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
‘চুম্বনের রাজা’ ইমরান হাশমির কাছে ‘চুমু’ চাইলেন পুনম পাণ্ডে