আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি (ভিডিও)

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
ঈদের আগে-পরে দেশের বাজারে আসছে নতুন ডিজাইনের কাগুজে টাকা। এবার এসব নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি। পরিবর্তে উঠে আসছে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও তরুণ প্রজন্মের নানা প্রতীক। বিশেষ করে নতুন ৫ টাকার নোটে থাকছে ‘আবু সাঈদ ও মুগ্ধ’-এর অবয়ব, যা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নতুন নোটটি বাজারে আসবে ঈদের পর। এই নোটে প্রতীকীভাবে তুলে ধরা হবে তারুণ্য ও সাহসিকতা।
এদিকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা নতুন ডিজাইন অনুযায়ী, এবার বাজারে আসছে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত নতুন নোট। এসব নোটে থাকবে—কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দির, শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র, আতিয়া মসজিদ, বঙ্গভবন, জাতীয় স্মৃতিসৌধ, বায়তুল মোকাররম মসজিদ, সুন্দরবনের বাঘ ও চিত্রা হরিণ, ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা, এবং আহসান মঞ্জিলের ছবি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থাকলেও, জুলাই বিপ্লবে শহীদ, তারুণ্য, সুন্দরবন ও ঐতিহ্য-সংস্কৃতির নানা প্রতীক থাকছে। কাগজ সরবরাহ হয়ে গেছে, ছাপার কাজ চলছে, ঈদের আগেই কয়েকটি নোট বাজারে আসবে বলে আশা করছি।”
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম কাগুজে মুদ্রা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এরপর ধাপে ধাপে চালু হয় ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। সর্বশেষ ২০২০ সালে বাজারে আনা হয় ২০০ টাকার নোট।
