বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে: মোনায়েম মুন্না

ছবি : ঢাকাপ্রকাশ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচনকে তারা ডিনাই (অস্বীকার) করছে। আমরা তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব।’
বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর একটি রেস্টুরেন্টে মিলনায়তনে দলীয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক মাহমুদুল সালেহীন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ন আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নওগাঁ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী শুক্রবার ও শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় আয়োজিত 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা এখনও রাজপথেই আছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের কথা এবং কাজে কোনো মিল নাই। তারা রাষ্ট্র এবং জনগণকে কোনো তোয়াক্কাই করছে না।'
যুবলের সভাপতি বলেন, 'বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন না করে ক্ষমতায় থাকলে চায়। মনে হচ্ছে বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচনকে তারা ডিনাই করছে। ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। এই ভোটাধিকারের প্রয়োগ তো নির্বাচনের মাধ্যমেই করবে। আমার মনে হয় নির্বাচনের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে। সুতরাং আমরা তরুণদের সম্পৃক্ত করে কর্মসূচি দিচ্ছি। আমরা তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব।'
