অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়া জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যেতে চান। এটি কোনো অপসারণ নয়, দায়িত্ব পরিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া।”
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন আরও জানান, “আগামী দু-এক দিনের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়বেন। তার স্থানে নতুন সচিব আসবেন। আপাতত সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।”
এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে জানান উপদেষ্টা।
পণ্য আমদানিতে ভারতীয় স্থলবন্দরে বাংলাদেশের পণ্য আটকে থাকার বিষয়ে তিনি জানান, “এই বিষয়ে আমরা দিল্লিকে চিঠি পাঠাচ্ছি।” তবে ভারত সরকারের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি।
পুশ-ইনের ঘটনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “ভারতীয় নাগরিকদের পুশ-ইন বিষয়ে আগেই দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। এখনও তাদের জবাব পাইনি। যদি কোনো ভারতীয় নাগরিক পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে এসে থাকে, তবে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে।”
