পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি । ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে পাল্টা বিবৃতি দিয়েছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির দাবি, ‘পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায়’ তিনি এ ধরনের আচরণ করেছেন।
আজ বুধবার (২১ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়। বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে দুটি স্ক্রিনশট, যা ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে নুরুল হক নুর ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, সরকারি ক্রয় আইন (Public Procurement Act) ও বিধিমালা অনুসারে কাজ দেওয়া হয় এবং এ ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। তবে নুর তার কোনো ব্যাখ্যা না শুনে প্রকৌশলীর ওপর চাপ সৃষ্টি করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন।
ডিএনসিসি আরও জানায়, এই ঘটনার ধারাবাহিকতায় ২০ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় গুলশান-২ এলাকায় নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু লোক জড়ো হয়ে স্লোগান দেয় ও প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তবে এ বিষয়ে এখনো গণঅধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিএনসিসির ভেতরে চলমান প্রকল্পে কাজ পাওয়া নিয়ে কিছুদিন ধরেই নির্দিষ্ট মহল থেকে চাপ আসছিল, যা এবার সরাসরি আন্দোলনে রূপ নিয়েছে।
