বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

আল্টিমেটামে সাড়া মেলেনি, ইশরাক অনুসারীদের দখলে মৎস্য ভবন মোড়

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

গতকাল ঢাকা অচলের হুমকির পর আজ বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় তাদের অবস্থান নিতে দেখা যায়। এতে এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন এই এলাকায় চলাচলকারী বাসযাত্রীরা।

এছাড়াও টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।

গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

 

Header Ad
Header Ad

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি । ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে পাল্টা বিবৃতি দিয়েছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির দাবি, ‘পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায়’ তিনি এ ধরনের আচরণ করেছেন।

আজ বুধবার (২১ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়। বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে দুটি স্ক্রিনশট, যা ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে নুরুল হক নুর ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, সরকারি ক্রয় আইন (Public Procurement Act) ও বিধিমালা অনুসারে কাজ দেওয়া হয় এবং এ ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। তবে নুর তার কোনো ব্যাখ্যা না শুনে প্রকৌশলীর ওপর চাপ সৃষ্টি করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন।

ডিএনসিসি আরও জানায়, এই ঘটনার ধারাবাহিকতায় ২০ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় গুলশান-২ এলাকায় নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু লোক জড়ো হয়ে স্লোগান দেয় ও প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তবে এ বিষয়ে এখনো গণঅধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিএনসিসির ভেতরে চলমান প্রকল্পে কাজ পাওয়া নিয়ে কিছুদিন ধরেই নির্দিষ্ট মহল থেকে চাপ আসছিল, যা এবার সরাসরি আন্দোলনে রূপ নিয়েছে।

Header Ad
Header Ad

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে আগামী ২৫ মে। সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যেতে রাজি হননি স্কোয়াডে থাকা পেসার নাহিদ রানা, পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন।

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর থেকেই দোটানার শুরু, বাংলাদেশ সিরিজটি আদৌ হবে কি না। তবে সব ছাপিয়ে দুই দেশের বোর্ড চূড়ান্ত করেছে সিরিজ। এবার আরেক বিপত্তি, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যেতে চাননা নাহিদ রানা।

 

ছবি: সংগৃহীত

শুধু নাহিদ রানাই না, বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, ট্রেনারও পাকিস্তান সফরকে না বলে দিয়েছেন। খেলোয়াড়দের মধ্য থেকে এখন অবদি কেবল নাহিদ রানাই পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন।

পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়েছিলেন, অবশ্য একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার। সে সময় ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। এরপর অবশ্য নিরাপদেই দেশে ফিরিয়ে আনা হয়েছিল তাকে। মূলত সে সময়কার ভয়াল অভিজ্ঞতার কারণেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেলবেন না নাহিদ রানা।

 

ছবি: সংগৃহীত

 

নতুন সূচি অনুসারে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে, এরপর ৩০ মে শুক্রবার দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১ জুন রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে (বাংলাদেশ সময় রাত ৯টা)।

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজ শুরুর আগের দুই দিন ২৬ ও ২৭ মে অনুশীলন সেশন সম্পন্ন করবে লিটন দাসের দল।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-

২৮ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
৩০ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Header Ad
Header Ad

গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক

আটক হওয়া আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভা শেষে নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি ৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সদর থানায় পাঠানো হয়।

আটক ব্যক্তিরা ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বা সম্পাদক পদেও রয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

আটক হওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল ও এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।

আটক হওয়া আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলা পরিষদে এদিন নিয়মিত আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হচ্ছিল। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেন, যাদের অনেকেই আওয়ামী লীগের পদচ্যুত বা নিষিদ্ধ ঘরানার নেতা হিসেবে পরিচিত। এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বহিষ্কার ও নানা অনিয়মের অভিযোগ ছিল পূর্ব থেকেই।

নিষিদ্ধ ঘরানার নেতাদের অংশগ্রহণ নিয়ে সভার বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও বিরোধীদলীয় নেতা-কর্মীরা সভাস্থলের আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ইউপি চেয়ারম্যানদের গ্রেপ্তারের দাবি তোলেন এবং ‘দুর্নীতিবাজ চেয়ারম্যানদের গ্রেফতার করো’, ‘অযোগ্যদের জবাবদিহির আওতায় আনো’—এমন স্লোগান দেন।

সভা শেষে উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যানদের কিছু সময় অবরুদ্ধ করে রাখেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছয় ইউপি চেয়ারম্যানকে আটক করে। পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, “আটক ইউপি চেয়ারম্যানদের সদর থানায় আনা হয়েছে। এখন ফুলছড়ি থানার ওসির সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক
হিলিতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন
শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মামলা প্রত্যাহার করলেন সেই বিএনপি নেতা
পদত্যাগ করছেন স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, দুর্নীতির অভিযোগ অস্বীকার
বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!
হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল
দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান
আল্টিমেটামে সাড়া মেলেনি, ইশরাক অনুসারীদের দখলে মৎস্য ভবন মোড়
গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী! (ভিডিও)
জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার