বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!

ছবি: সংগৃহীত

টলিপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্কের সমীকরণ মোড় নিয়েছে অন্য দিকে। কিছুদিন আগেও হাতে হাত ধরে নতুন ছবি নিয়ে প্রচারণায় মেতে ছিলেন এই দম্পতি। কিন্তু দিন কয়েক না কাটতেই সমীকরণ উলটে গেল।

ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই এই জল্পনার শুরু। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, “শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো।” এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়।

 

ছবি: সংগৃহীত

কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে। ইনস্টাগ্রাম ঘেটে দেখা গেছে, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তাঁর ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন।

অন্য দিকে যশ পোস্ট করেছেন তাঁর বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।

 

ছবি: সংগৃহীত

 

যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তাঁদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে। আবারও বিতর্ক কোন দিকে মোড় নেবে? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।

Header Ad
Header Ad

নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে তাকে দেশে ফিরে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

বর্তমানে দায়িত্বে থাকা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত জসিম উদ্দিন আগামীকাল বৃহস্পতিবার থেকে ৪৫ দিনের ছুটিতে যাচ্ছেন। ছুটি চলাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রুহুল আলম সিদ্দিক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আসাদ আলম সিয়াম এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন।

Header Ad
Header Ad

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর শিক্ষার্থীদের হামলা

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের অটোপাসের দাবিকে কেন্দ্র করে আজ (২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা হয়েছে। ঘটনাটি ঘটে গাজীপুরের বোর্ডবাজার এলাকার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অটোপাসের অন্যায্য দাবির মুখে উপাচার্য তা প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়।” যদিও উপাচার্য সামান্য আহত হন, তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছে এবং ৬৯ শতাংশ পাস করেছে। করোনা ও রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় তাদেরকে গ্রেস মার্ক ও খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফলাফল এ মাসেই প্রকাশিত হবে। তবুও, কিছু অকৃতকার্য শিক্ষার্থী হঠাৎ করে আন্দোলনে নামে এবং আজ উপাচার্যের গাড়ি আটকে রেখে হামলা চালায়।

ঘটনার পর ক্যাম্পাসের আনসার সদস্য ও কর্মকর্তারা উপাচার্যকে নিরাপদে সরিয়ে নেন। এ বিষয়ে এখনো গাছা থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো অবস্থাতেই কোনো ব্যাচকে অটোপাস দেওয়া হবে না।” তিনি জানান, হামলাকারীদের চিহ্নিত করে গাছা থানায় মামলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, হামলার ঘটনায় এখনো উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

গাছা থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

২৪ মে বগুড়ায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক-যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’

ছবি: সংগৃহীত

বিএনপির অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী শনিবার (২৪ মে) রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করতে যাচ্ছে। সমাবেশটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল ঈদগাহ মাঠে।

বুধবার (২১ মে) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন মতাদর্শ, সামাজিক পটভূমি ও পেশাজীবী শ্রেণি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা এই সমাবেশে অংশ নেবেন। সমাবেশ বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী ও রংপুর অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ১০ মে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের তরুণদের অংশগ্রহণে চট্টগ্রামে এবং ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগের অংশগ্রহণে খুলনায় একই ধরনের ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো—তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত করা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর শিক্ষার্থীদের হামলা
২৪ মে বগুড়ায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক-যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’
দর্শনায় পুলিশের মরদেহ উদ্ধার, এক মাস পর ৭ সহকর্মীর নামে হত্যা মামলা
কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী (ভিডিও)
অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা
এগারো বছরে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’
বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ভারতীয় লেখক বানু মুশতাক
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক
হিলিতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন
শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মামলা প্রত্যাহার করলেন সেই বিএনপি নেতা
পদত্যাগ করছেন স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, দুর্নীতির অভিযোগ অস্বীকার
বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি (ভিডিও)