বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী

অভিনেত্রী রুচি গুজ্জর। ছবি: সংগৃহীত

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বরাবরের মতোই ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন তারকারা। তবে এবারের আয়োজনের এক ভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের হরিয়ানাভিত্তিক অভিনেত্রী রুচি গুজ্জর।

সোনালি লেহেঙ্গা আর রাজস্থানি সাজে সজ্জিত রুচি কানের রেড কার্পেটে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন সবাইকে—কারণ তার গলায় ঝুলছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি নেকলেস!

অভিনেত্রী রুচি গুজ্জর। ছবি: সংগৃহীত

১৩ মে ফ্রান্সের কান শহরে পর্দা ওঠে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের। শুরু থেকেই রেড কার্পেট মাতিয়ে তুলেছেন ঊর্বশী রাউতেলা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মৌনি রায়ের মতো বলিউড তারকারা। তবে মোদির মুখ সম্বলিত নেকলেস পরে আন্তর্জাতিক দৃষ্টিকে একঝটকায় নিজের দিকে ঘুরিয়ে আনেন রুচি গুজ্জর।

নিজের ব্যতিক্রমী ফ্যাশন চয়েসের ব্যাখ্যায় রুচি বলেন, "প্রধানমন্ত্রী মোদি শুধু ভারতের নেতা নন, তিনিই আমাদের আন্তর্জাতিক পরিচয়ের প্রতীক। এই নেকলেস তার নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধার প্রতীক।"

২০২৩ সালে মিস হরিয়ানা খেতাবজয়ী রুচি গুজ্জর মূলত কাজ করছেন হরিয়ানার আঞ্চলিক চলচ্চিত্রে। কিন্তু কান ফিল্ম ফেস্টিভালের মঞ্চে তার এমন রাজনৈতিক বার্তাবাহী উপস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা—নেটপাড়ায় প্রশংসা যেমন রয়েছে, তেমনি বিতর্কও।

Header Ad
Header Ad

কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়াতে কক্সবাজারে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণটি আয়োজন করে মার্কিন সেনা ও বিমান বাহিনী, সহযোগিতায় ছিল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।

এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার ইউনিটের ১৫ জন কর্মকর্তা ও কর্মী। গত ১৮ মে (রবিবার) শুরু হয়ে এটি শেষ হয় ২১ মে (বুধবার)। পুরো প্রশিক্ষণটি সম্পন্ন হয় কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার ও সুরক্ষা দেওয়ার কৌশল রপ্ত করা। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষদের উদ্ধার, উচ্চতায় থেকে নামানোর পদ্ধতি এবং জরুরি রেসপন্স ব্যবস্থাপনার নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান।

তবে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ঘিরে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। কিছু নেটিজেন উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন, “কক্সবাজারে বিদেশি সেনা উপস্থিতি অশনি সংকেত হতে পারে।” অনেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন তোলেন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও স্বচ্ছতা নিয়ে।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, “এটা শুধুই একটি প্রশিক্ষণ কার্যক্রম ছিল, এর বাইরে কিছু নয়। আমরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের লক্ষ্যে অংশ নিয়েছি। প্রশিক্ষণ শেষ করেই তারা (মার্কিন প্রশিক্ষক দল) আজ চলে গেছেন।”

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়া জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যেতে চান। এটি কোনো অপসারণ নয়, দায়িত্ব পরিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন আরও জানান, “আগামী দু-এক দিনের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়বেন। তার স্থানে নতুন সচিব আসবেন। আপাতত সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।”

এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে জানান উপদেষ্টা।

পণ্য আমদানিতে ভারতীয় স্থলবন্দরে বাংলাদেশের পণ্য আটকে থাকার বিষয়ে তিনি জানান, “এই বিষয়ে আমরা দিল্লিকে চিঠি পাঠাচ্ছি।” তবে ভারত সরকারের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি।

পুশ-ইনের ঘটনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “ভারতীয় নাগরিকদের পুশ-ইন বিষয়ে আগেই দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। এখনও তাদের জবাব পাইনি। যদি কোনো ভারতীয় নাগরিক পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে এসে থাকে, তবে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে।”

 

Header Ad
Header Ad

এগারো বছরে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’

১১তম বর্ষে পদার্পন উপলক্ষে গান ও কবিতার আসর। ছবি: সংগৃহীত

এক দশক পূর্ণ করে এগারো বছরে পা রাখল সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’। দেশীয় সংস্কৃতি, সংগীত ও কবিতার চর্চায় নিবেদিতপ্রাণ এই সংগঠনটি বরাবরই ব্যতিক্রমী আয়োজনে সাড়া ফেলেছে সাংস্কৃতিক অঙ্গনে। এবারের বার্ষিক আয়োজনে তার ব্যতিক্রম হয়নি। উপলক্ষ ছিল সংগঠনের এগারো বছরে পদার্পণ। সেই আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টায়, ঢাকার ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয় এক অনন্য গান ও কবিতার আসর।

অনুষ্ঠানের সূচনা পর্বেই মঞ্চে আসেন বিশেষ অতিথি, প্রখ্যাত শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তার ২০ মিনিটের বক্তব্য ছিল অত্যন্ত মননভরা ও প্রেরণাদায়ী। তিনি বলেন, “সংস্কৃতি শিক্ষার চেয়েও বড়, সভ্যতার চেয়েও বড়। সংস্কৃতিই জাতির মেরুদণ্ড। পুঁজিবাদ কীভাবে মানুষকে পণ্যে পরিণত করে তা আমরা সংস্কৃতির মাধ্যমে বোঝাতে পারি।”

তার বক্তব্যে ছিল সমাজ ও সংস্কৃতির সম্পর্ক, নিপীড়ন ও প্রতিরোধের চিত্র, আর মানুষের মনন ও মূল্যবোধের চর্চার গুরুত্ব। পুরো মিলনায়তন তখন পিনপতন নীরব, দর্শক-শ্রোতার চোখেমুখে গভীর মনোযোগ।

এরপর মঞ্চে আসেন দুই বিস্ময়কর শিশুশিল্পী- সারেঙ্গী বাদক ইউসুফ আহমেদ ও মাহিমা মেহজাবিন। এই দুই প্রতিভাবান শিল্পী নিজেদের পরিবেশনায় শ্রোতাদের তাক লাগিয়ে দেন। তাদের সারেঙ্গী বাদনে যেন ফুটে উঠেছিল প্রশিক্ষণ ও স্বতঃস্ফূর্ততার অপূর্ব সংমিশ্রণ।

প্রধান আয়োজন ছিল গান-কবিতার পর্ব ‘ভালো থেকো ফুল’। সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘ও আমার স্বপ্নঝরা আকূল করা জন্মভূমি’ দিয়ে শুরু হয় পরিবেশনা। দর্শকরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গাইলেন প্রাণের গান। মুগ্ধতায় ডুবে গিয়েছিল পুরো গ্যালারি।

পর্যায়ক্রমে পরিবেশিত হয়- ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘জন্ম আমার ধন্য হল’, ‘আবার আসিব ফিরে’, ‘একতারা লাগেনা আমার’, ‘আজকের শিশু’, ‘হায়রে আমার মন মাতানো দেশ’, ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’—সহ প্রায় ২০টি গান।

প্রতিটি পরিবেশনায় ছিল ছন্দ ও আবেগের নিখুঁত ভারসাম্য। শ্রোতারা শুধু শোনেননি, গলা মিলিয়েছেন একাত্ম হয়ে। সবশেষে পরিবেশিত হয় জাতীয় সংগীত। তবে তা শুরু হয় গগন হরকরার জনপ্রিয় গান ‘আমি কোথায় পাব তারে’ দিয়ে। এই সময় ‘জলতরঙ্গ’-এর দুই সদস্য সামনে এসে একটি বড় জাতীয় পতাকা মেলে ধরেন শিল্পীদের সম্মুখে। মুহূর্তেই মিলনায়তনে ছড়িয়ে পড়ে এক গভীর আবেগ, দেশের প্রতি ভালোবাসার এক রঙিন আলোকচ্ছটা।

অনুষ্ঠানের পরিকল্পনা, সঞ্চালনা, পাণ্ডুলিপি, আমন্ত্রণপত্র থেকে শুরু করে স্মরণিকা প্রকাশ পর্যন্ত সবখানেই ছিল মসৃণতা ও পরিশীলন। সময়ানুবর্তিতা ও পরিপাট্য ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী
অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা
এগারো বছরে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’
বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ভারতীয় লেখক বানু মুশতাক
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক
হিলিতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন
শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মামলা প্রত্যাহার করলেন সেই বিএনপি নেতা
পদত্যাগ করছেন স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, দুর্নীতির অভিযোগ অস্বীকার
বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি (ভিডিও)
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!
হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল
দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি