বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

দশ টাকার লোভ দেখিয়ে যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া উজ্জ্বলপাড়া গ্রামে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বাগআঁচড়ায় সিরাজুল ইসলামের বাড়ির পাশেই তাদের বাড়ি। আমার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং আমি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করি। আমরা দুইজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যাই।

তিনি আরও জানান, গত এক সপ্তাহ যাবত স্ত্রী আত্মীয়ের বাড়িতে অবস্থান করার সুযোগে অভিযুক্ত সিরাজুল টানা ৪ দিন আমার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সিরাজুল। এসময় আমার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। এ ঘটনার পরের দিন (শনিবার) ছোট মেয়ে আমাকে জানিয়ে দেয় আপার সাথে সিরাজুল দাদা অসভ্যতা করেছে। পরে জিজ্ঞাসা করলে ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে আমার কাছে জানায়।

ভুক্তভোগীর মা বলেন, বিষয়টি জানার পর আমি ও আমার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানালেও কোনো সমাধান পাইনি। উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এসময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Header Ad
Header Ad

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যেন ন্যায্যমূল্যে বিক্রি হয় এবং নষ্ট না হয়, সে লক্ষ্যে সারা দেশে ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এই লবণ দেওয়া হবে।

বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে ‘কোরবানির চামড়া ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির’ প্রথম সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, "চামড়া যেন পচে না যায়, সেজন্য এবার সময়মতো লবণ পৌঁছানো হবে। এবার আর দাম না পেয়ে বাধ্য হয়ে চামড়া বিক্রি করতে হবে না। পাশাপাশি এতিমখানা ও মাদরাসাগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে চামড়া সংরক্ষণের বিষয়ে।"

তিনি আরও জানান, জনসচেতনতায় একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করা হবে, যা প্রচারের মাধ্যমে দেশজুড়ে মানুষকে প্রস্তুত করা হবে সঠিকভাবে চামড়া সংরক্ষণের বিষয়ে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) চামড়ার মূল্য নির্ধারণে আবারও সভায় বসবে কমিটি। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, এবার গত বছরের চেয়ে চামড়ার দাম বাড়বে। তিনি বলেন, "প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির পথও খোলা রাখা হবে।"

সভায় আরও জানানো হয়, নির্ধারিত পশুর হাট ছাড়া অন্য কোথাও কোরবানির পশু কেনাবেচা করা যাবে না। এছাড়া হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এবার কোরবানির সময় বাজার ব্যবস্থা, পশু পরিবহন এবং মূল্য নির্ধারণে সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে।” পশুর প্রতি নিষ্ঠুরতা ও ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধেও তদারকি থাকবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, “চাঁদাবাজি রোধে পুলিশ ও হাইওয়ে পুলিশ তৎপর থাকবে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থেকে সার্বিক সহায়তা দেবে।” জনগণ অভিযোগ জানাতে ৯৯৯ ছাড়াও একটি হটলাইন চালু করা হবে বলে জানান তিনি।

গত ২০ মে সরকার কোরবানির পশু ও চামড়ার ব্যবস্থাপনা সংক্রান্ত ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র, শিল্প, সড়ক পরিবহন ও সেতু, পরিবেশ, স্থানীয় সরকার, ধর্ম, প্রাণিসম্পদ, তথ্য উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধি। সদস্য সচিব হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে- যথাসময়ে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করা; চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা; কোরবানির পশুর পরিবহন ও হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা; ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের জন্য দিকনির্দেশনা প্রদান; বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা।

এছাড়াও সাভারের ট্যানারি শিল্পনগরীসহ সারা দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশগত সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি । ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে পাল্টা বিবৃতি দিয়েছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির দাবি, ‘পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায়’ তিনি এ ধরনের আচরণ করেছেন।

আজ বুধবার (২১ মে) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়। বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে দুটি স্ক্রিনশট, যা ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে নুরুল হক নুর ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। প্রকৌশলী আরিফুর রহমান তাকে জানান, সরকারি ক্রয় আইন (Public Procurement Act) ও বিধিমালা অনুসারে কাজ দেওয়া হয় এবং এ ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। তবে নুর তার কোনো ব্যাখ্যা না শুনে প্রকৌশলীর ওপর চাপ সৃষ্টি করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন।

ডিএনসিসি আরও জানায়, এই ঘটনার ধারাবাহিকতায় ২০ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় গুলশান-২ এলাকায় নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু লোক জড়ো হয়ে স্লোগান দেয় ও প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

 

 ছবি: সংগৃহীত

তবে এ বিষয়ে এখনো গণঅধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিএনসিসির ভেতরে চলমান প্রকল্পে কাজ পাওয়া নিয়ে কিছুদিন ধরেই নির্দিষ্ট মহল থেকে চাপ আসছিল, যা এবার সরাসরি আন্দোলনে রূপ নিয়েছে।

Header Ad
Header Ad

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে আগামী ২৫ মে। সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যেতে রাজি হননি স্কোয়াডে থাকা পেসার নাহিদ রানা, পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন।

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর থেকেই দোটানার শুরু, বাংলাদেশ সিরিজটি আদৌ হবে কি না। তবে সব ছাপিয়ে দুই দেশের বোর্ড চূড়ান্ত করেছে সিরিজ। এবার আরেক বিপত্তি, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যেতে চাননা নাহিদ রানা।

 

ছবি: সংগৃহীত

শুধু নাহিদ রানাই না, বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, ট্রেনারও পাকিস্তান সফরকে না বলে দিয়েছেন। খেলোয়াড়দের মধ্য থেকে এখন অবদি কেবল নাহিদ রানাই পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন।

পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়েছিলেন, অবশ্য একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার। সে সময় ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। এরপর অবশ্য নিরাপদেই দেশে ফিরিয়ে আনা হয়েছিল তাকে। মূলত সে সময়কার ভয়াল অভিজ্ঞতার কারণেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেলবেন না নাহিদ রানা।

 

ছবি: সংগৃহীত

 

নতুন সূচি অনুসারে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে, এরপর ৩০ মে শুক্রবার দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১ জুন রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে (বাংলাদেশ সময় রাত ৯টা)।

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজ শুরুর আগের দুই দিন ২৬ ও ২৭ মে অনুশীলন সেশন সম্পন্ন করবে লিটন দাসের দল।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-

২৮ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
৩০ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক
হিলিতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন
শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মামলা প্রত্যাহার করলেন সেই বিএনপি নেতা
পদত্যাগ করছেন স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, দুর্নীতির অভিযোগ অস্বীকার
বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!
হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল
দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান
আল্টিমেটামে সাড়া মেলেনি, ইশরাক অনুসারীদের দখলে মৎস্য ভবন মোড়
গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী! (ভিডিও)