বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির

ছবি: সংগৃহীত
তথাকথিত বিএনপিপন্থি আচরণের অভিযোগ তুলে আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২১ মে (বুধবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, “ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সালেহউদ্দিন আহমেদ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনায় যুক্ত, আর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়কে গুঁড়িয়ে দিতে কাজ করছেন। তারা বিএনপির মুখপাত্রের মতো আচরণ করছেন।”
তিনি আরও বলেন, “ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোটে অংশ নেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে।”
বক্তারা বিএনপিকেও হুঁশিয়ার করে বলেন, “আওয়ামী লীগ যেমন জনগণের রোষে পড়েছে, বিএনপিও তেমন পড়বে। জনগণ রাস্তায় নেমে বুঝিয়ে দেবে কার পক্ষে তারা।”
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও আনসার সদস্য।
