কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী (ভিডিও)

ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়াতে কক্সবাজারে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণটি আয়োজন করে মার্কিন সেনা ও বিমান বাহিনী, সহযোগিতায় ছিল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।
এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার ইউনিটের ১৫ জন কর্মকর্তা ও কর্মী। গত ১৮ মে (রবিবার) শুরু হয়ে এটি শেষ হয় ২১ মে (বুধবার)। পুরো প্রশিক্ষণটি সম্পন্ন হয় কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার ও সুরক্ষা দেওয়ার কৌশল রপ্ত করা। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষদের উদ্ধার, উচ্চতায় থেকে নামানোর পদ্ধতি এবং জরুরি রেসপন্স ব্যবস্থাপনার নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান।
তবে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ঘিরে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। কিছু নেটিজেন উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন, “কক্সবাজারে বিদেশি সেনা উপস্থিতি অশনি সংকেত হতে পারে।” অনেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন তোলেন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও স্বচ্ছতা নিয়ে।
এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, “এটা শুধুই একটি প্রশিক্ষণ কার্যক্রম ছিল, এর বাইরে কিছু নয়। আমরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের লক্ষ্যে অংশ নিয়েছি। প্রশিক্ষণ শেষ করেই তারা (মার্কিন প্রশিক্ষক দল) আজ চলে গেছেন।”
তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
