অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর শিক্ষার্থীদের হামলা

ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের অটোপাসের দাবিকে কেন্দ্র করে আজ (২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা হয়েছে। ঘটনাটি ঘটে গাজীপুরের বোর্ডবাজার এলাকার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অটোপাসের অন্যায্য দাবির মুখে উপাচার্য তা প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়।” যদিও উপাচার্য সামান্য আহত হন, তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছে এবং ৬৯ শতাংশ পাস করেছে। করোনা ও রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় তাদেরকে গ্রেস মার্ক ও খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফলাফল এ মাসেই প্রকাশিত হবে। তবুও, কিছু অকৃতকার্য শিক্ষার্থী হঠাৎ করে আন্দোলনে নামে এবং আজ উপাচার্যের গাড়ি আটকে রেখে হামলা চালায়।
ঘটনার পর ক্যাম্পাসের আনসার সদস্য ও কর্মকর্তারা উপাচার্যকে নিরাপদে সরিয়ে নেন। এ বিষয়ে এখনো গাছা থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো অবস্থাতেই কোনো ব্যাচকে অটোপাস দেওয়া হবে না।” তিনি জানান, হামলাকারীদের চিহ্নিত করে গাছা থানায় মামলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, হামলার ঘটনায় এখনো উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।
গাছা থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
