বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী! (ভিডিও)

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার অভিনয় দক্ষতা দিয়ে বহু দর্শকের হৃদয় জয় করেছেন। তবে সম্প্রতি তাকে ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম আলোচনার কেন্দ্রবিন্দু। ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নাম আসায় গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন অভিনেতা।

গত ২৮ এপ্রিল, ভাটারা থানায় এনামুল হক নামের এক ব্যক্তি চঞ্চল চৌধুরীসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। এই মামলার পর থেকেই নাম আসছে একাধিক তারকার, যার মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী।

গত রোববার একই মামলায় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে থাইল্যান্ড গমনের সময় ইমিগ্রেশন পুলিশ আটকে দেয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার জামিনে মুক্তি পান ফারিয়া।

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

এই ঘটনার রেশ না কাটতেই ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে, চঞ্চল চৌধুরীও গ্রেপ্তার আতঙ্কে কলকাতার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ বাতিল করেছেন। ‘নিউজ ১৮’ এবং ‘টিভি নাইন বাংলা’-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রবিবার কলকাতায় একটি বড় সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত করেছেন।

চঞ্চলের এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণ বলা হলেও শিল্পী সমাজে ছড়িয়ে পড়েছে উদ্বেগ—একাধিক তারকার নামে মামলা থাকায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন অনেকে। আলোচনায় এসেছে অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিও।

চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতার ভারত সফর বাতিলের খবর দুই বাংলার সংস্কৃতি অঙ্গনের মধ্যে এক ধরনের অস্বস্তির বাতাবরণ তৈরি করেছে। ‘হাওয়া’, ‘তুফান’ কিংবা ‘পদাতিক’-এর মৃণাল সেনের চরিত্রে তার অনবদ্য অভিনয়ের কারণে যিনি ওপার বাংলার দর্শকদেরও মন জয় করেছেন।

Header Ad
Header Ad

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ভারতীয় লেখক বানু মুশতাক

পুরস্কার হাতে বানু মুশতাক। ছবি: সংগৃহীত

কান্নাড়া ভাষার সাহিত্যকে আন্তর্জাতিক খ্যাতির শিখরে পৌঁছে দিলেন লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিলেন তিনি। এ কৃতিত্বের মাধ্যমে কন্নড় ভাষার সাহিত্য প্রথমবারের মতো পেল এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

মঙ্গলবার (২০ মে) লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে ৭৭ বছর বয়সী বানু মুশতাকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘হার্ট ল্যাম্প’ বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। অনুবাদের গুরুত্ব বিবেচনায় পুরস্কারের অর্থমূল্য ৬৭ হাজার মার্কিন ডলার মুশতাক ও ভাস্তি সমান ভাগে ভাগ করে নেবেন।

১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে লেখা ১২টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে ‘হার্ট ল্যাম্প’। দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবন, পারিবারিক টানাপড়েন, সামাজিক বাস্তবতা ও সাংস্কৃতিক আবহ উঠে এসেছে এই গল্পগুলোতে।

পুরস্কার হাতে দীপা ভাস্তি (বামে) এবং বানু মুশতাক। ছবি: সংগৃহীত

বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টার বইটি সম্পর্কে বলেন, ‘এটি একটি বিপ্লবাত্মক অনুবাদ, যা ইংরেজি ভাষার বুননকেই নতুনভাবে ভাবতে শেখায়। “হার্ট ল্যাম্প” শুধু নতুন কণ্ঠস্বরই নয়, বরং অনুবাদ সাহিত্যের ধারণা এবং সম্ভাবনাকেও প্রসারিত করে।’

বিচারকদের মতে, মুশতাকের গল্পগুলো "মজার, প্রাণবন্ত, কথ্য, মর্মস্পর্শী এবং পারিবারিক ও সামাজিক টানাপড়েনের জীবন্ত প্রতিচ্ছবি।"

এর আগে ২০২২ সালে ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী ‘টোম্ব অব স্যান্ড’ বইয়ের জন্য বুকার জিতেছিলেন, যা হিন্দি ভাষা থেকে অনুবাদ করেছিলেন ডেইজি রকওয়েল। তার দুই বছর পর এবার পুরস্কার ঘরে তুললেন বানু মুশতাক।

পুরস্কার গ্রহণ করে বানু মুশতাক বলেন, ‘এ মুহূর্ত যেন আকাশজুড়ে হাজারো জোনাকি একসঙ্গে জ্বলে ওঠার মতো- ক্ষণিকের, উজ্জ্বল এবং সম্মিলিত চেষ্টার ফল।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আমার একার কণ্ঠের নয়, বরং বহু কণ্ঠের সম্মিলিত উচ্চারণ। আমাদের সাহিত্যই একমাত্র স্থান, যেখানে বিভাজনের দেয়াল পেরিয়ে আমরা পরস্পরের অন্তর্জগতে ঢুকতে পারি- এমনকি যদি সেটা কয়েকটি পাতার জন্য হয়।’

কর্ণাটকের বাসিন্দা বানু মুশতাক শুধু লেখক নন, তিনি একজন আইনজীবী ও অধিকারকর্মী। নারী অধিকার রক্ষা, ধর্মীয় ও সামাজিক বৈষম্য দূরীকরণে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

Header Ad
Header Ad

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬ জনে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাম্য হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত ও বিচারের আওতায় আনতে প্রশাসন নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

আজ ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্য’র বাবা মো. ফকরুল আলম। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতিশীল ও সক্রিয় ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই—এস. এ. এম. আমিরুল ইসলাম, এস. এ. এম. শরীফুল আলম ও এস. এ. এম. শহিদুল আলম।

উপাচার্য বলেন, “আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করছি। অপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করার পাশাপাশি সাম্য’র পরিবারের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় পাশে থাকবে।”

সাম্য ছিলেন এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও সহপাঠীদের দাবি, প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Header Ad
Header Ad

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যেন ন্যায্যমূল্যে বিক্রি হয় এবং নষ্ট না হয়, সে লক্ষ্যে সারা দেশে ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এই লবণ দেওয়া হবে।

বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে ‘কোরবানির চামড়া ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির’ প্রথম সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, "চামড়া যেন পচে না যায়, সেজন্য এবার সময়মতো লবণ পৌঁছানো হবে। এবার আর দাম না পেয়ে বাধ্য হয়ে চামড়া বিক্রি করতে হবে না। পাশাপাশি এতিমখানা ও মাদরাসাগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে চামড়া সংরক্ষণের বিষয়ে।"

তিনি আরও জানান, জনসচেতনতায় একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করা হবে, যা প্রচারের মাধ্যমে দেশজুড়ে মানুষকে প্রস্তুত করা হবে সঠিকভাবে চামড়া সংরক্ষণের বিষয়ে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) চামড়ার মূল্য নির্ধারণে আবারও সভায় বসবে কমিটি। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, এবার গত বছরের চেয়ে চামড়ার দাম বাড়বে। তিনি বলেন, "প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির পথও খোলা রাখা হবে।"

সভায় আরও জানানো হয়, নির্ধারিত পশুর হাট ছাড়া অন্য কোথাও কোরবানির পশু কেনাবেচা করা যাবে না। এছাড়া হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এবার কোরবানির সময় বাজার ব্যবস্থা, পশু পরিবহন এবং মূল্য নির্ধারণে সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে।” পশুর প্রতি নিষ্ঠুরতা ও ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধেও তদারকি থাকবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, “চাঁদাবাজি রোধে পুলিশ ও হাইওয়ে পুলিশ তৎপর থাকবে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থেকে সার্বিক সহায়তা দেবে।” জনগণ অভিযোগ জানাতে ৯৯৯ ছাড়াও একটি হটলাইন চালু করা হবে বলে জানান তিনি।

গত ২০ মে সরকার কোরবানির পশু ও চামড়ার ব্যবস্থাপনা সংক্রান্ত ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র, শিল্প, সড়ক পরিবহন ও সেতু, পরিবেশ, স্থানীয় সরকার, ধর্ম, প্রাণিসম্পদ, তথ্য উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধি। সদস্য সচিব হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে- যথাসময়ে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করা; চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা; কোরবানির পশুর পরিবহন ও হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা; ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের জন্য দিকনির্দেশনা প্রদান; বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা।

এছাড়াও সাভারের ট্যানারি শিল্পনগরীসহ সারা দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশগত সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ভারতীয় লেখক বানু মুশতাক
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
গাইবান্ধায় একসঙ্গে আওয়ামী লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক
হিলিতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন
শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মামলা প্রত্যাহার করলেন সেই বিএনপি নেতা
পদত্যাগ করছেন স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, দুর্নীতির অভিযোগ অস্বীকার
বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!
হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল
দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান