হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল

আব্দুল জব্বার মন্ডল। ছবি: সংগৃহীত
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ে এই দাবি করে—ব্যক্তিটি নাকি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
তবে বিষয়টি পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন জব্বার মন্ডল নিজেই। বুধবার (২১ মে) এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি জানান, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নন এবং তার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।
“আমার নাম ও পরিচয় ব্যবহার করে যারা এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত এবং মিথ্যা। জনমনে ভ্রান্তি সৃষ্টি করতেই এটি করা হয়েছে,” — বলেন তিনি।
এর আগেও আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার ঘটনা ঘটেছে। এ নিয়ে তিনি গত ১ মার্চ তেজগাঁও থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
উল্লেখ্য, মো. আব্দুল জব্বার মন্ডল দেশের বাজার ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সক্রিয়। ভেজাল ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় তিনি এর আগেও বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
