বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের (ভিডিও)

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

ওই স্ট্যাটাসে ইশরাক লিখেন, ‘গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে, আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।’

তিন আরও লিখেন, ‘‘আপনাদেরই নাহিদ ইসলাম (জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক) যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপি’তে (জাতীয় নাগরিক পার্টি) যেতে পারতেন। একটা সময় ছিলো সার্জিস আলম হাসনাত ও আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন। কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন। আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে। এখনও মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণকে আপনারা আরও ভালো কিছু দিতে পারবেন। আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে, এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নেই। কারোরই থাকে না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই।’’

ইশরাক হোসেন আরও লিখেন, ‘এখন নিশ্চয়ই বলবেন বা ভাববেন ক্ষমতার লোভে অবৈধ মেয়র হওয়ার জন্যে দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি তৈরি করে নিজেকে সাধু বানিয়ে আমাদের নীতিবাক্য শোনাচ্ছেন তাই না? আমি নিজেও কি কম সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিলো না। আপনাদেরকে যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটা জনগণকে বোঝানো দেশের জন্যে প্রয়োজন ছিলো এবং আজ অবধি আমাকে বাঁধা দেয়ার কাজটি যৌথ সিদ্ধান্তে হচ্ছে এটা মিনিমাম রাজনৈতিকবোধ সম্পন্ন মানুষ বোঝে। কিন্তু আমি বলবো এটা ছিলো ওনাদের ভুল পলিসি, ব্যবহার হলেন আপনি আসিফ ভূঁইয়া। আইন আদালত মেনে নিতে না পারলে কোথা থেকে দেশ সংস্কার শুরু হবে? তারপর যত ইচ্ছা সমালোচনা করতেন, দেখতেন আসলে কী করি। এখন পূর্ণাঙ্গ প্রক্রিয়া আমাকে সম্পন্ন করতেই হবে।’

বন্দোবস্ত তো আগেরটাই অনুসরণ হচ্ছে উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘আরও পাকাপোক্ত করা হচ্ছে বললেও ভুল হবে না। আপনাদের পদত্যাগের দাবি থেকে সরার কোনো সুযোগ নাই। আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?’

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইশরাকের মেয়র হিসেবে শপথের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

Header Ad
Header Ad

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি বলেন, দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। কারো সঙ্গে কোনো কথা হবেও না। আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খলিলুর রহমান আরো বলেন, করিডর ব্যবস্থাটি বুঝতে হবে। করিডর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।

আরাকানের যে অবস্থা তাতে করিডরের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করা এখন কোনো প্রয়োজন নেই।

যে প্রয়োজনীয়তা আছে, সেটা হলো ত্রাণ পৌঁছে দেওয়া।

Header Ad
Header Ad

নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে। কমিশনারদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির নেতারা এই ঘোষণা দেন। বেলা পৌনে ১২টার দিকে সমাবেশটি শুরু হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম। তিনি বলেন, "তড়িঘড়ি করে গঠিত এই বিতর্কিত নির্বাচন কমিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই। কমিশনারদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।"

বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সানোয়ার তুষার বলেন, "বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা কমিশন পুনর্গঠনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।"

নেতারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন জরুরি। তা না হলে জনগণের আস্থা ফিরবে না, বরং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে কমিশনের পদত্যাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এনসিপির পক্ষ থেকে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এনসিপি জানায়, তারা এই দাবি আদায়ে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়েও আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।

Header Ad
Header Ad

আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

ঈদের আগে-পরে দেশের বাজারে আসছে নতুন ডিজাইনের কাগুজে টাকা। এবার এসব নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি। পরিবর্তে উঠে আসছে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও তরুণ প্রজন্মের নানা প্রতীক। বিশেষ করে নতুন ৫ টাকার নোটে থাকছে ‘আবু সাঈদ ও মুগ্ধ’-এর অবয়ব, যা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নতুন নোটটি বাজারে আসবে ঈদের পর। এই নোটে প্রতীকীভাবে তুলে ধরা হবে তারুণ্য ও সাহসিকতা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা নতুন ডিজাইন অনুযায়ী, এবার বাজারে আসছে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত নতুন নোট। এসব নোটে থাকবে—কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দির, শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র, আতিয়া মসজিদ, বঙ্গভবন, জাতীয় স্মৃতিসৌধ, বায়তুল মোকাররম মসজিদ, সুন্দরবনের বাঘ ও চিত্রা হরিণ, ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা, এবং আহসান মঞ্জিলের ছবি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থাকলেও, জুলাই বিপ্লবে শহীদ, তারুণ্য, সুন্দরবন ও ঐতিহ্য-সংস্কৃতির নানা প্রতীক থাকছে। কাগজ সরবরাহ হয়ে গেছে, ছাপার কাজ চলছে, ঈদের আগেই কয়েকটি নোট বাজারে আসবে বলে আশা করছি।”

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম কাগুজে মুদ্রা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এরপর ধাপে ধাপে চালু হয় ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। সর্বশেষ ২০২০ সালে বাজারে আনা হয় ২০০ টাকার নোট।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!
হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল
দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান
আল্টিমেটামে সাড়া মেলেনি, ইশরাক অনুসারীদের দখলে মৎস্য ভবন মোড়
গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী!
জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার
বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে: মির্জা ফখরুল
উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের (ভিডিও)
বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য (ভিডিও)
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
এবার হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির