বাসায় আগুন, স্ত্রী-কন্যাসহ অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার

স্ত্রী ও দুই কন্যাসহ বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে তার রাজধানীর বনানীর বাসার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। পরিবারের সঙ্গে তিনি ছিলেন বাসার চতুর্থ তলায়। দ্রুত প্রতিক্রিয়া না করলে প্রাণঘাতী বিপদের শিকার হতে পারতেন বলে জানান বাপ্পা।
বাপ্পা মজুমদার বলেন, “হঠাৎ ইন্টারকমে কল পাই। বের হওয়ার চেষ্টা করতেই দেখি চারপাশে কেবল ধোঁয়া আর ধোঁয়া। আগুনের তাপ এতটাই ছিল যে, মনে হচ্ছিল শরীর ছেঁকে যাচ্ছে। আমরা কেউ বুঝে উঠতে পারছিলাম না কী করবো। শেষে স্ত্রী তানিয়া হোসাইন আর দুই মেয়েকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকি।”

এসময় পাশে থাকা গীতিকার শাহান কবন্ধের সহায়তায় তারা নিরাপদে বেরিয়ে যান এবং তার বাসায় আশ্রয় নেন। আগুন লাগে ভবনের তৃতীয় তলায়, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
বাপ্পা বলেন, “৩০-৪০ মিনিট আমরা দমবন্ধ অবস্থায় আটকে ছিলাম। পুরো বাসা বিষাক্ত ধোঁয়ায় ভরে গিয়েছিল। আগুন ছড়ালে কী হতে পারতো, ভাবতেও শিউরে উঠছি।”
শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। “ভোরের সময় হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিস চলে আসে। না এলে কী হতো জানি না। খুব ভয়ংকর এক অভিজ্ঞতা হলো। তবে আল্লাহর রহমতে এখন সবাই নিরাপদে আছি,”—যোগ করেন এই সংগীতশিল্পী।
