বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে, ৪ দিনে নিহত ২৯!

চলতি সপ্তাহের গত চারদিনে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সব দুর্ঘটনায় ২৯ জন মানুষ মারা গেছেন। রবিবার (৫ মার্চ) রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণে তিনজন মারা যাওয়ার ক্ষত এখনো শুকায়নি মানুষের মন থেকে। এর দুদিন পরই বিস্ফোরণে কেঁপে উঠল গুলিস্তান।

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে গুলিস্তানে সাত তলা একটি ভবনে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ নিয়ে চলতি সপ্তাহের গত চারদিনে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটল। গত শনিবার (৪ মার্চ) বিকালে সীতাকুণ্ডে অক্সিজেন-গ্যাস উৎপাদন কারখানায় বিস্ফোরণে নিহত হন ৭ জন। এর কয়েক ঘণ্টা আগে ওইদিন ভোরে রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ হন ২ জন। তাদের মধ্যে গোপাল মল্লিক নামে একজনের মৃত্যু হয়।

এর আগেও দেশে অনেক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। গেল বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে ৫১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ২৭ জুন রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণে আশপাশের অনেক ভবন কেঁপে উঠে। গ্যাসলাইন লিকেজ থেকে ওই বিস্ফোরণ হয় বলে তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য। এর আগে গ্যাসলাইন লিক থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে নারায়ণগঞ্জে।

২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ইমামসহ ৩১ জন প্রাণ হারান। গত ২ ফেব্রুয়ারি ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। গত ডিসেম্বরে মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে আরিয়ান নামে ১৪ বছরের এক কিশোর মারা যায়। ১২ জানুয়ারি সাভারে সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে সাদিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়।

গেল ১৫ অক্টোবর রাজধানীর শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন। প্রায় প্রতিদিন বাড়ছে এসব বিস্ফোরণে ঘটনা।

এসব বিষয় নিয়ে নগরপরিকল্পনা ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ঢাকা অগুন বিস্ফোরণের শহরের পরিণত হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকারের প্রতিটা সেক্টর যদি এসব বিষয়ে সর্তক না হয় তাহলে ঢাকায় ভূমিকম্প হলে ঢাকার তলদেশ দেশ থেকে বিস্ফোরণের বোমা ফাটতে পারে।

তিনি বলেন, তা ছাড়া ঢাকা শহর এখন খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। সব চেয়ে বিপদে আছে পুরাতন ঢাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দায়িত্ব এসব বিষয়ে আগামভাবে অতিরিক্ত সর্তক হওয়া। তারা জানেও না কোথায় কোথায় গ্যাস লাইন রয়েছে! তাদের জন্য মানুষ বিপদে পড়তে পারে। তবে বলা যায় এই আগুন ও বিস্ফোরণ নিয়ে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের মানুষ।

কেএম/আরএ/

Header Ad
Header Ad

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অস্ট্রেলিয়ান পার্লামেন্টের ৪৩ জন সিনেটর ও এমপি আজ বুধবার এক চিঠি দিয়েছেন।

এতে তিনটি বিশেষ বিষয় গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে—জরুরি ভিত্তিতে স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই মাসের অভ্যুত্থানের ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ভেঙে ফেলার দাবি। তারা সতর্ক করেছেন, এসব কার্যক্রমে বিলম্ব বা অস্পষ্টতা দেশের জনগণের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি করবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত ঝুঁকির মুখে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশবাসী নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, তাই তারা ড. ইউনূসের নেতৃত্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক এই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। কালবেলার হাতেও এই চিঠি পৌঁছেছে।

চিঠিতে অস্ট্রেলিয়ান সিনেটর ও সংসদ সদস্যরা লেখেন, ‘আমরা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমাদের প্রত্যাশা ব্যক্ত করছি। এজন্য অবিলম্বে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, জুলাই মাসের অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং র‍্যাবের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘গত বছর জুলাই মাসের অভ্যুত্থানে বাংলাদেশের জনগণের সাহসিকতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা জানাই। এটি আপনার প্রশাসনের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং শাসন ব্যবস্থায় জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে।’

অস্ট্রেলিয়ান পার্লামেন্টের এই সদস্যরা বলছেন, ‘বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা প্রয়োজন। গত তিনটি নির্বাচনে বৈধতা অভাবের কারণে জনগণের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক পর্যবেক্ষণাধীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন। এটি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টির পাশাপাশি নির্বাহী কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপ প্রতিরোধ করবে।’

চিঠিতে ড. ইউনূসের উদ্দেশ্যে আরও লেখা হয়েছে, ‘আমরা আশা করি, বাংলাদেশ এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করবে, আপনার সম্প্রদায়কে ক্ষমতায়ন করবে এবং বিশ্বব্যাপী গণতন্ত্রের বন্ধু ও অংশীদার হিসেবে নিজের সঠিক স্থান প্রতিষ্ঠা করবে। আমাদেরও অনুপ্রাণিত করেছে বাংলাদেশের ছাত্র ও সাধারণ মানুষ যারা এই পরিবর্তন ঘটিয়েছে। তবে এই বিজয়ের পেছনে ছিল বড় ধরনের মানবিক মূল্যও।’

চিঠিতে বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স ও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত বছরগুলোতে সরকারের নির্মম দমন-পীড়নে হাজারের বেশি মানুষ নিহত এবং বহু আহত হয়েছেন। অস্ট্রেলিয়ান বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা স্বাধীন, স্বচ্ছ তদন্ত ও বিচারের মাধ্যমে অতীতের রাজনৈতিক সহিংসতার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার জন্য আপনার প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য সত্য, ন্যায়বিচার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা প্রয়োজন। আমরা এই আহ্বানের মানবিক গুরুত্ব ও তীব্রতা স্বীকার করি।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ভেঙে ফেলার প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘মানবাধিকার সংক্রান্ত পর্যালোচনায় র‍্যাবের বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগ এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০০৯ সাল থেকে র‍্যাবের হাতে ২,৬৯৯-এরও বেশি মানুষ বেআইনিভাবে নিহত হয়েছে। এই বাহিনী দায়মুক্ত থেকে মতবিরোধ চেপে দিয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে কাজ করেছে।’ চিঠিতে মার্কিন সরকারের র‍্যাবের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর প্রতি সমর্থন জানিয়ে অস্ট্রেলিয়ান সরকারের কাছে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ান বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে র‍্যাব ভেঙে ফেলা ও শিকারদের ন্যায়বিচার দেওয়ার অনুরোধও পুনরায় উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আরও বলা হয়েছে, ‘অবিলম্বে জনসমক্ষে একটি স্পষ্ট ও সময়সীমাবদ্ধ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। এটি বাংলাদেশে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য অপরিহার্য ও আলোচনা বহির্ভূত পদক্ষেপ।’

চিঠিতে স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর ও এমপিদের মধ্যে রয়েছেন সিনেটর লারিসা ওয়াটার্স, ডেভিড শোব্রিজ, জর্ডন স্টিল-জন, ফাতিমা পেম্যান, লিডিয়া থর্প, পেনি অলম্যান-পেইন, মেহরিন ফারুকি, স্টেফ হজগিন্স-মে, বারবারা পোকক, পিটার হুইশ-উইলসন, ডোরিন্ডা কক্স, নিক ম্যাককিম, সারা হ্যানসন-ইয়ং, এলিজাবেথ ওয়াটসন-ব্রাউন এমপি, অ্যাবিগেল বয়েড, আমান্ডা কোহন, ক্যাথরিন কোপসি, সু হিগিনসন, কেট ফেহরম্যান, আনাসিনা গ্রে-বারবেরিও, আইভ পুগলিয়েলি, ড. সারাহ ম্যানসফিল্ড, ব্র্যাড পেটিট, জেনি লিওং, তামারা স্মিথ, কোবি শেট্টি, টিম রিড, এলেন স্যান্ডেল, মাইকেল বার্কম্যান, গ্যাব্রিয়েল ডি ভিয়েট্রি, ড. রোজালি উডরাফ, তাবাথা ব্যাজার, সিসিলি রোজল, ক্যাসি ও’কনর, ভিকা বেইলি, হেলেন বার্নেট, শেন র‍্যাটেনবারি, অ্যান্ড্রু ব্র্যাডক, জো ক্লে, লরা নাটাল, রবার্ট সিমস ও ড. মাইক ফ্রিল্যান্ডার।

Header Ad
Header Ad

মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী

অভিনেত্রী রুচি গুজ্জর। ছবি: সংগৃহীত

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বরাবরের মতোই ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন তারকারা। তবে এবারের আয়োজনের এক ভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের হরিয়ানাভিত্তিক অভিনেত্রী রুচি গুজ্জর।

সোনালি লেহেঙ্গা আর রাজস্থানি সাজে সজ্জিত রুচি কানের রেড কার্পেটে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন সবাইকে—কারণ তার গলায় ঝুলছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি নেকলেস!

অভিনেত্রী রুচি গুজ্জর। ছবি: সংগৃহীত

১৩ মে ফ্রান্সের কান শহরে পর্দা ওঠে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের। শুরু থেকেই রেড কার্পেট মাতিয়ে তুলেছেন ঊর্বশী রাউতেলা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মৌনি রায়ের মতো বলিউড তারকারা। তবে মোদির মুখ সম্বলিত নেকলেস পরে আন্তর্জাতিক দৃষ্টিকে একঝটকায় নিজের দিকে ঘুরিয়ে আনেন রুচি গুজ্জর।

নিজের ব্যতিক্রমী ফ্যাশন চয়েসের ব্যাখ্যায় রুচি বলেন, "প্রধানমন্ত্রী মোদি শুধু ভারতের নেতা নন, তিনিই আমাদের আন্তর্জাতিক পরিচয়ের প্রতীক। এই নেকলেস তার নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধার প্রতীক।"

২০২৩ সালে মিস হরিয়ানা খেতাবজয়ী রুচি গুজ্জর মূলত কাজ করছেন হরিয়ানার আঞ্চলিক চলচ্চিত্রে। কিন্তু কান ফিল্ম ফেস্টিভালের মঞ্চে তার এমন রাজনৈতিক বার্তাবাহী উপস্থিতি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা—নেটপাড়ায় প্রশংসা যেমন রয়েছে, তেমনি বিতর্কও।

Header Ad
Header Ad

শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

দশ টাকার লোভ দেখিয়ে যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া উজ্জ্বলপাড়া গ্রামে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বাগআঁচড়ায় সিরাজুল ইসলামের বাড়ির পাশেই তাদের বাড়ি। আমার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং আমি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করি। আমরা দুইজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যাই।

তিনি আরও জানান, গত এক সপ্তাহ যাবত স্ত্রী আত্মীয়ের বাড়িতে অবস্থান করার সুযোগে অভিযুক্ত সিরাজুল টানা ৪ দিন আমার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সিরাজুল। এসময় আমার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। এ ঘটনার পরের দিন (শনিবার) ছোট মেয়ে আমাকে জানিয়ে দেয় আপার সাথে সিরাজুল দাদা অসভ্যতা করেছে। পরে জিজ্ঞাসা করলে ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে আমার কাছে জানায়।

ভুক্তভোগীর মা বলেন, বিষয়টি জানার পর আমি ও আমার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানালেও কোনো সমাধান পাইনি। উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এসময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান
আল্টিমেটামে সাড়া মেলেনি, ইশরাক অনুসারীদের দখলে মৎস্য ভবন মোড়
গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী!
জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার
বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে: মির্জা ফখরুল
উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের
বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য (ভিডিও)
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
এবার হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির
সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে নওগাঁয় মশাল মিছিল
নির্বাচন কমিশনে আস্থা নেই এনসিপির, বুধবার ইসির সামনে বিক্ষোভের ঘোষণা
অবশেষে গেজেটেড হলেন ৪৩তম বিসিএসের ১৬২ জন প্রার্থী
পুলিশের চাকরি ছাড়লেন ৪১তম বিসিএসের ৫ এএসপি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন কলেজ ছাত্রদলের সভাপতি, ক্ষোভে ফুঁসছেন নেতাকর্মীরা
অভিযোগকারী নারী নোবেলের স্ত্রী, চার মাসের গর্ভবতী: দাবি আইনজীবীর