বুধবার, ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম (বামে), হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে নিজের টকশোতে আমন্ত্রণ জানিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। আগামীকাল রাতে এই টকশো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেইজ ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ থেকে আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় এই টকশোর ঘোষণা দেন তিনি। নিজের পেইজের পোস্টটিতে খালেদ মুহিউদ্দীন লিখেছেন, ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে মুখোমুখি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সঙ্গে থেকে দেখুন ও মন্তব্য করুন।

তার এই ফেসবুক পোস্ট নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা সংগঠন ছাত্রলীগের সভাপতিকে ‘প্রমোট’ করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ‘শহীদদের রক্তের সঙ্গে খালেদ মহীউদ্দীন বেইমানি করছেন’ বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।

বুধবার (৬ নভেম্বর) নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান জানান এই দুই সমন্বয়ক।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, 'নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।'

সারজিস আলম লেখেন, 'খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।'

Header Ad
Header Ad

বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির

ছবি: সংগৃহীত

তথাকথিত বিএনপিপন্থি আচরণের অভিযোগ তুলে আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

২১ মে (বুধবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, “ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সালেহউদ্দিন আহমেদ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনায় যুক্ত, আর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়কে গুঁড়িয়ে দিতে কাজ করছেন। তারা বিএনপির মুখপাত্রের মতো আচরণ করছেন।”

তিনি আরও বলেন, “ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোটে অংশ নেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে।”

বক্তারা বিএনপিকেও হুঁশিয়ার করে বলেন, “আওয়ামী লীগ যেমন জনগণের রোষে পড়েছে, বিএনপিও তেমন পড়বে। জনগণ রাস্তায় নেমে বুঝিয়ে দেবে কার পক্ষে তারা।”

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও আনসার সদস্য।

Header Ad
Header Ad

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি বলেন, দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। কারো সঙ্গে কোনো কথা হবেও না। আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খলিলুর রহমান আরো বলেন, করিডর ব্যবস্থাটি বুঝতে হবে। করিডর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।

আরাকানের যে অবস্থা তাতে করিডরের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করা এখন কোনো প্রয়োজন নেই।

যে প্রয়োজনীয়তা আছে, সেটা হলো ত্রাণ পৌঁছে দেওয়া।

Header Ad
Header Ad

নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে। কমিশনারদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির নেতারা এই ঘোষণা দেন। বেলা পৌনে ১২টার দিকে সমাবেশটি শুরু হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম। তিনি বলেন, "তড়িঘড়ি করে গঠিত এই বিতর্কিত নির্বাচন কমিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই। কমিশনারদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।"

বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সানোয়ার তুষার বলেন, "বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা কমিশন পুনর্গঠনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।"

নেতারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন জরুরি। তা না হলে জনগণের আস্থা ফিরবে না, বরং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে কমিশনের পদত্যাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এনসিপির পক্ষ থেকে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এনসিপি জানায়, তারা এই দাবি আদায়ে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়েও আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপিপন্থি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি : খলিলুর রহমান
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি এনসিপির, আন্দোলন চালানোর ঘোষণা
আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কাল
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর!
হামলার ভিডিও ভাইরাল, যা বললেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডল
দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ দোকান
আল্টিমেটামে সাড়া মেলেনি, ইশরাক অনুসারীদের দখলে মৎস্য ভবন মোড়
গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী! (ভিডিও)
জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার
বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে: মির্জা ফখরুল
উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের (ভিডিও)
বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য (ভিডিও)
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
এবার হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ