শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে: জেলা প্রশাসক

ছবি : ঢাকাপ্রকাশ

দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনায় জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও গত দুই মাসে জেলায় ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুই মাসে ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪টি মামলায় ২৩৪ জনকে আটক করে। ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করে।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।

জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে বলেও জানান জেলা প্রশাসক।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিনসহ সেনাবাহিনী, র‌্যাব ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আটক

ছবি : ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে আদালতের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।

পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বড়আচড়ার আনারুল ইসলামের ছেলে সাগর হোসেন, আলতাফ গাজির ছেলে আল আমিন, সাদিপুরের আব্দুর রহমানের ছেলে কলিম হোসেন, ভবারবেড়ের আলতাফ হোসেনের ছেলে আল আমিন, গাজিপুরের ইলিয়াছ খার ছেলে এরশাদ আলী, কাগজপুকুরের গোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন রনি, ভবেরবেড়ের হাবিবুর রহমানের ছেলে আল আমিন, মুনসুর আলীর ছেলে সাঈদ আলী, কাগমারীর মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা, নারানপুরের শাহিন সরদারের ছেলে সেলিম সরদার, বড়আচড়ার ইউনুস আলীর ছেলে মশিয়ার রহমান মশি, ভবেরবেড়ের ইউসুফ হাওলাদারের ছেলে কামাল হোসেন, সাদিপুরের পাঞ্জাব আলীর ছেলে মুক্তার আলী এবং কাগজপুকুরের আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান।

ওসি রাসেল মিয়া জানান, অভিযানের সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। অভিযান শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এই বিশেষ অভিযানের ফলে পলাতক আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এলাকাবাসী এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে আ.লীগের সমাবেশ

যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে আ.লীগের সমাবেশ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের আওয়ামী লীগ আগামী ৮ ডিসেম্বর একটি বড় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে আলোচনা করেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এই সমাবেশে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তবে তিনি মন্তব্য করেন, “ভারত সরকার কীভাবে এই সুযোগ তৈরি করেছে তা তারাই ভালো জানে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি ভার্চুয়ালি এই রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেবেন। তবে এটি কীভাবে সংগঠিত হচ্ছে বা ভারতে অবস্থান করেও যুক্তরাজ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, সে বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করা ঠিক নয়।

ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা এবং নতুন প্রশাসন এলে কোনো পরিবর্তন হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এটি বাণিজ্যিক, কৌশলগত এবং রাজনৈতিক দিক থেকে বহুমাত্রিক। ক্ষমতায় যে দলই আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয়গুলো অপরিবর্তিত থাকে। তিনি বলেন, "আমরা আগের ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছি এবং নতুন প্রশাসনের সঙ্গেও একইভাবে কাজ করার প্রত্যাশা রাখি।"

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণে বর্তমানে কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে সেবা পুনরায় চালু করা হবে।

যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশ এবং শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ নিয়ে কৌতূহল রয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এবং কনস্যুলার সেবা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিগুলো গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

Header Ad
Header Ad

শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বুলু

ছবি: সংগৃহীত

শেখ পরিবারের একজনও মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, আজকে যে সংকট ১৯৭১ সালেও এমনই সংকট সৃষ্টি হয়েছিল। শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন আমি রাজনীতি ছেড়ে দেব।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এ উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকে এ উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সঙ্গে কারো বৈরিতা নেই, আমাদের সঙ্গে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর কেউ প্রভূত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আটক
যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে আ.লীগের সমাবেশ
শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বুলু
বঙ্গবাজারে পরিকল্পিত অগ্নিকাণ্ড: সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত
পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
দিল্লিতে মোদি বিরোধী বিক্ষোভে রাহুল ও প্রিয়াঙ্কার অংশগ্রহণ
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন
আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
আগামী ৯ ডিসেম্বর ইইউ ২৮ জন রাষ্ট্রদূত সাথে বসবেন প্রধান উপদেষ্টা
চীনের সঙ্গে বিআরআই প্রকল্পে চুক্তি করে ভারতকে হতাশ করল নেপাল
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন
সাকিবদের হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স
বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে পোস্ট, দম্পতি গ্রেপ্তার
ভারতের পতাকা মাড়ানো ‘ভাইরাল’ সেই ছবি কৃত্রিমভাবে তৈরি
ভারত হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে: বিএনপি নেতা ফারুক
বিকালে ধর্মীয় নেতাদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা
গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু
সাত বছরের দণ্ড থেকে খালাস পেলেন গিয়াস উদ্দিন মামুন