আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
ভারতে পালিয়ে যাওয়া ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে এখন ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, "নির্ধারিত সময়সীমার মধ্যে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন টিউলিপ সিদ্দিক। এখন তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"
এর আগে, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিককে তলব করে দুদক। তাকে ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে নোটিশ পাঠানো হয়। তবে তিনি হাজির হননি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তার এবং পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু হয়।
এর অংশ হিসেবে, রাজউকের একটি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা করে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ মোট ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেছে দুদক।
