বিনোদন

লাখ টাকার মেহেদিতে হাত রাঙাবেন ক্যাটরিনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৬ নভেম্বর ২০২১, ০৮:০৪ পিএম

লাখ টাকার মেহেদিতে হাত রাঙাবেন ক্যাটরিনা
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ

লুকিয়ে প্রেমের পর্ব শেষ করে এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শুরু হবে জীবনের নতুন ইনিংস।

লাখো দর্শকের অপেক্ষা ঘুচিয়ে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন এ দুই তারকা। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিয়ের ধুমধাম। এবার আচার-অনুষ্ঠানের পালা। বিয়ের নিয়ম মেনেই হাতে মেহেদি পরবেন ক্যাটরিনা। তবে এটি কোনো সাধারণ মেহেদি নয়। লাখ টাকার মেহেদি দিয়ে হাতে লিখবেন হবু স্বামীর নাম।

ক্যাটরিনার জন্য কোনোরকম রাসায়নিক পদার্থ ছাড়াই এ বিশেষ মেহেদি তৈরি হচ্ছে। দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থানের যোধপুরের পালি জেলার সোজাতের শিল্পীদের। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার থেকে এক লাখ টাকা। এরই মধ্যে মেহেদির নমুনা পাঠানো হয়েছে হবু কনেকে। তবে প্রথমে টাকা নিতে চাননি মেহেদি প্রস্তুতকারক ব্যবসায়ী।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আইনিভাবে বিয়ে সারবেন 'ভিক্যাট'। তার পরে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

 

টিটি/এসএন/