রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন
২৫ এপ্রিল ২০২৩, ০৬:৫৩ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩, ০৬:৫৩ পিএম
গতকাল শপথ গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (২৫ এপ্রিল) বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন।
-
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে অনুষ্ঠানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করে যখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি ব্যান্ড দল স্বাগত সুর বাজান।
-
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
-
বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ যান। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান তিনি।
-
বঙ্গবন্ধুর প্রতি নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
-
মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহিদ মিনারে এলে তাকে অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
-
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন
-
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন বইয়ে স্বাক্ষর