শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে, কাজ করছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্ণ হয়েছে, তারা কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কিনা- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, অবশ্যই তারা অনেকগুলো কাজ করেছে, কাজ করছে। আমরা বিশ্বাস করি, তাদেরকে যদি আমরা সবাই সহযোগিতা করি, উপযুক্ত-যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিতে সক্ষম হবে। এর মধ্য দিয়ে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে।

বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বরের এই দিনে ১৯৭৫ সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে।

তিনি বলেন, ৭ নভেম্বরের পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি, সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবের পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহদলীয় গণতন্ত্র নিয়ে আসেন। তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর করেন। ফলে বাংলাদেশে নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি হয়।

বিপ্লব ও সংহতি দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেছেন। এই দর্শনে দীর্ঘকাল দলটি গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করছে। বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামে দলটি তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বিএনপির বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৭ শত মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে আধিপত্যবাদকে পরাজিত করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, আজকে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছি ও শপথ করেছি যে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে আরও বেশি শক্তিশালী আন্দোলন করব।

শ্রদ্ধা নিবেদনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।

প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। ১৭ মিনিটে নেপাল এগিয়ে যেতে পারলেও বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেনের দুর্দান্ত সেভে তা সম্ভব হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণে রিফাত কাজী ও ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিকও গোলে পরিণত হয়নি। ৩৬ মিনিটে নাজমুলের লং শট ঠেকিয়ে দেন নেপালের গোলকিপার।

দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৫৬ মিনিটে মিঠু চৌধুরীর হেড পোস্টের নিচ থেকে সেভ করেন নেপালের এক ডিফেন্ডার। তবে ৭৩ মিনিটে কর্নার থেকে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক নাজমুল হুদা। যদিও ৮৭ মিনিটে নেপালের সুজন ডাঙ্গোল একটি গোল শোধ দেন, কিন্তু তা ম্যাচে সমতা ফেরাতে যথেষ্ট ছিল না।

এই জয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র করে ও ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আজকের দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ভারত অথবা মালদ্বীপ।

Header Ad
Header Ad

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর ওপর পানির বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকেলে গোয়েন্দা (ডিবি) পুলিশ হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে। পরে ডিবি কার্যালয়ে শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা এবং আন্দোলন শেষে তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান।

এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পরই অভিভাবকের জিম্মায় দেওয়ার অনুরোধ করেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে হুসাইন ও তার মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তথ্য উপদেষ্টা, যেখানে তিনি জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধানের রোডম্যাপ আসছে।

ওই পোস্টে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হবে।

উল্লেখ্য, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে এক শিক্ষার্থী তাঁর দিকে একটি পানির বোতল ছুঁড়ে মারলে সেটি মাথায় লাগে। এরপর আর কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

Header Ad
Header Ad

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‌‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ১৩১ সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এতে আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী।

ঘোষিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হিসেবে নাম ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ
প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক