‘আমি নিজেও নিম্ন আয়ের পরিবারের মানুষ’
পরিকল্পমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি নিজেও নিম্ন আয়ের পরিবারের মানুষ। মানুষের ব্যথা বেদনা বৃুঝি। আমি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগের কাজে বেশি আগ্রহী।
তিনি বলেন, ‘যোগাযোগের শ্রেষ্ট উদাহরণ সুনামগঞ্জের রাণীগঞ্জ সেতু। এই সেতুর কারণে সুনামগঞ্জের মানুষের চেহারা পাল্টিয়েছি। ভাটি এলাকার মানুষ এখন আর সিলেট হয়ে ঢাকা যায় না, রানীগঞ্জ সেতু দিয়ে ঢাকা যায়, এতে তাদের দুই ঘণ্টা সময় কম লাগছে। আর দু’ একটা বড় কাজ আমার হাতে আছে, এর মধ্যে সুনামগঞ্জ টু নেত্রকোনা ফ্লাইওভার। যার কাজ দ্রুত শুরু হবে।’
শনিবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রী স্থানীয় সময় দুপুরে যুক্তরাজ্যের লন্ডনের গ্রিন স্ট্রিটে তার নির্বাচনী এলাকার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস আমি যদি বেঁচে থাকি নেত্রী আমাকে দায়িত্ব দেবেন, তার আমার প্রতি একটা বিশ্বাস আছে। আমি খুবই অনুগত, নেত্রীর প্রতি অনুগত, দলের প্রতি অনুগত, দেশের প্রতি অনুগত, বঙ্গবন্ধুর প্রতি অনুগত। আমার একটাই দিশা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের উপকার হয় এ ধরনের কাজে আমি আগ্রহী।’
আমার একমাত্র কান্নাকাটির জায়গা আল্লাহতালা ও এলাকার মানুষ। তাদের কাছে আমি চির দিন ঋণী।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
এমএমএ/