মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ডিজিটাল ইভটিজিং ‘ক্রাশ অ্যান্ড কনফেশন’

প্রাচীনকাল থেকেই হয়ে আসছে ভালোবাসার আদান প্রদান। কবি-লেখকদের লেখায় উঠে এসেছে অসংখ্য অসমাপ্ত, অর্ধসমাপ্ত এবং পূর্ণতাপ্রাপ্ত ভালোবাসার কাহিনি। তাজমহলের মতো রয়ে গেছে অসংখ্য ভালোবাসার নিদর্শন। সেসব নিদর্শন আজও ঝড় তুলে প্রেমিক মনে। ভালোবাসার মানুষের কপালের টিপ, নাকে জমা বিন্দু বিন্দু ঘাম মোছা রুমাল, রাত জেগে লেখা চিঠি, দাঁতের আঘাতে থেঁতলে যাওয়া কলমের খাপ, চুলের ঘ্রাণ লেগে থাকা ক্লিপ জমায়নি এমন প্রেমিক খুঁজে পাওয়া দায়। কখনো হয়তো চাতক পাখির মতো দাঁড়িয়ে থেকেছে–কখন একটু প্রিয়তমার দেখা মিলবে, কাঁপা কাঁপা হাতে তুলে দিবে চিঠিখানা, সাহস করে বলে দিবে নির্ঘুম রাতে জমানো সকল কথামালা।

ভালোবাসার সেই ঐতিহ্য এখনো রয়ে গেছে, শুধু বদলে গেছে ভালোবাসা প্রকাশের ধরণ। আগে চিঠি বিনিময়ের মাধ্যমে ভাব ও ভালোবাসা প্রকাশ করা হলেও বর্তমানের রোমিও জুলিয়েটরা ব্যবহার করতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজের নাম পরিচয় গোপন রেখে প্রিয় মানুষের কাছে মনের অব্যক্ত কথামালা পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে ফেইসবুক বা ইন্সটাগ্রাম সাইটের ‘ক্রাশ অ্যান্ড কনফেশন’ পেইজগুলো। নিজের বার্তাটি ‘সেন্ড মেসেজ’ অপশন অথবা ‘ই-মেইল’ এর মাধ্যমে পাঠিয়ে দিলে এডমিনরা সেটা পেইজে প্রকাশ করে আর লেখার সাথে জুড়ে দেয় প্রাপকের ছবি।

সাম্প্রতিক এইসব পেইজে ছেলে-মেয়েদের নিয়ে অস্বাস্থ্যকর, অশ্লীল এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। নষ্ট হচ্ছে ব্যক্তির গোপনীয়তা, ঘটছে সম্মান হানিও।

একটা ছেলে-মেয়ের নামে কনফেশন বা প্রেম নিবেদন ঘুরছে তাদের পরিবারের সদস্যদের ফোনে ফোনে। ব্যাপারটা সেই ছেলে বা মেয়ের কাছে যেমন বিব্রতকর, ঠিক একইভাবে বিব্রতকর পরিবারের কাছেও।
এসব সাইবার বুলিংয়ের শিকার হওয়া ছেলে-মেয়েরা পরবর্তীতে মানসিক যন্ত্রণায় ভুগে, লোকলজ্জায় সমাজে বের হতে পারে না এবং একপর্যায়ে বেছে নেয় আত্মহত্যার পথ।

‘ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮’ এর ২৬ ধারায় বলা হয়, যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ছাড়া অন্য কোনো ব্যক্তির পরিচিত তথ্য (পরিচিত তথ্য বলতে নাম, ছবি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, ফোন নাম্বার ইত্যাদি বোঝানো হয়েছে) সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন তাহলে উক্ত ব্যক্তি উপধারা ২ অনুসারে অনধিক ৫ (পাঁচ) বছরের কারাদণ্ড বা ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উক্ত আইনের ৩৫ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তা করেন, তাহলে উক্ত কাজটি আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এমনকি শাস্তির ক্ষেত্রে মূল অপরাধটির জন্য যে দণ্ড নির্ধারিত রয়েছে, সহায়তাকারী ব্যক্তি সেই দণ্ডে দণ্ডিত হবেন।

তাই বলা যায়, কনফেশন পোস্টদাতা এবং পোস্টদানে সহায়তাকারী (এডমিন) উভয়ই অপরাধমূলক কাজ করছে। কনফেশনের নামে এসব কুরুচিপূর্ণ কাজ এবং মানহানিকর মন্তব্য থেকে তরুণ সমাজকে উদ্ধার করতে এগিয়ে আসতে হবে সচেতন মহলকেই। পরিবার থেকেই ছেলে-মেয়েদের এসব সাইবার বুলিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা দিতে হবে। এ শিক্ষাটা পাঠ্যবইয়েও অন্তর্ভুক্ত করা উচিত। কারণ সাইবার বুলিং অন্য পরিবার বা অন্য ছেলে-মেয়েদের জন্য যেমন বিব্রতকর, ঠিক তেমনি আপনার পরিবার বা আপনার ছেলে-মেয়েদের জন্যও বিব্রতকর।

পরিশেষে একটাই চাওয়া, সাইবার বুলিংয়ের মতো এসব ঘটনা যেন আর না ঘটে এদেশে।

লেখক: আরাফাত আহমেদ রিফাত
শিক্ষার্থী, একাদশ শ্রেণি, টঙ্গী সিটি কলেজ

এসএ/

Header Ad
Header Ad

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

ক্রিকেটার হিসেবে ভুয়া টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, আটককৃতরা প্রতারণার আশ্রয় নিয়ে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হন। তারা একটি ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন, যেখানে বলা হয়েছে যে তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছেন। উল্লেখ করা হয়েছিল যে এই টুর্নামেন্টটি হবে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত।

তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান, ওই কাগজপত্রটি ভুয়া এবং উল্লেখিত সময়ে কোনো ক্রিকেট ম্যাচের আয়োজন নেই।

এজেন্সির কর্মকর্তারা জানান, এই কথিত ক্রিকেটাররা এক ব্যক্তিকে তাদের স্পন্সর হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু ওই স্পন্সর জানান যে তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি শুধুমাত্র কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

বিস্তারিত তদন্তের পর স্পষ্ট হয় যে এই বাংলাদেশিরা আসলে ক্রিকেটার নন। তারা একটি সিন্ডিকেটের অংশ হিসেবে ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী খেলোয়াড় ভিসার অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Header Ad
Header Ad

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক

বলিউড ইনফ্লুয়েন্সার ওরি। ছবি: সংগৃহীত

বলিউডের অন্দরে সব তারতার সঙ্গে দেখা যায় জনপ্রিয় ইনফ্লুয়েনসার ওরিকে। এমনকী আম্বানি পরিবারের সঙ্গেও রয়েছে তার দারুণ সখ্য। জনপ্রিয় এই বলি ইনফ্লুয়েনসারকে আটক করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে।

বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপান করায় তাকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গেছে, জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি।

কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরি-সহ তার সাত বন্ধু দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

বলিউড ইনফ্লুয়েন্সার ওরি। ছবি: সংগৃহীত

রিয়াসি পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ‘ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটাপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন-চার বছরের মধ্যে নেটপ্রভাবী হয়ে উঠেছেন ওরি। আম্বানিদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোনো উদযাপনে তার উপস্থিতি অবধারিত।

Header Ad
Header Ad

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (২০ মার্চ) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকটি হবে।

কমিশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলবে। সম্ভাব্যতার ভিত্তিতে আগামী সপ্তাহে আরও দুটি দলের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মঙ্গলবার পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। এদিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এছাড়া বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে কমিশন জানিয়েছে।

মতামত জমা দেওয়া বাকি ১৩টি দল হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং নাগরিক ঐক্য।

গত বছর সরকার সংবিধান, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি, পুলিশ এবং নির্বাচন সংস্কার বিষয়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। ফেব্রুয়ারি মাসে পাঁচটি কমিশন তাদের পূর্ণাঙ্গ মতামত জমা দেয়। এরপর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

পুলিশ সংস্কার বাদে বাকি পাঁচটি কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত সংগ্রহের জন্য ১৬৬টি প্রশ্ন স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এই মতামত জমা দেওয়ার সময়সীমা ছিল ১৩ মার্চ।

সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবনাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব
গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী
সাদ্দাম-ইনানসহ ঢাবির বহিষ্কৃত ১২৮ ছাত্রলীগ নেতার নাম-পরিচয় প্রকাশ
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি (ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
আপনি কি পরিবারের বড় সন্তান? আপনাকে অভিনন্দন!
টিসিবির জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
শেখ হাসিনা ও রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ
ফেসবুক স্টোরি থেকেও আয়ের সুযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীনে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি