পাঠকের কথা

জাফর আহমদ এর কবিতা ‘রাজকুমারী’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৫:৪৫ এএম

জাফর আহমদ এর কবিতা ‘রাজকুমারী’

ছোট্টবেলার পুতুল খেলার

বর কনে কই থাকে

আমার মত দিন কাটে কি

শাকে এবং পাকে ?

ওরা কেবল থাকতো পড়ে

শুধুই বাবার বাড়ি

আমিওতো পুতুল ছিলাম

কোথায় আমার বাড়ি ?

সে কবে যে বাবার বাড়ি

গিয়েছি নেই মনে

আমি বোধ হয় নেই এখন আর

মা বাবার সে কনে !

কোন বিভোরে কঠিন করে

শেকল বাঁধা দোর

প্রজাপতি দিনগুলো নেই

আকুল মায়ার ডোর।

লাল বেগুনী নীল সাদা আর

পিচরঙা জামদানি

পুতুলগুলো সারাটাদিন

সাজতো যে রাজরানী ।

রাজ্যহারা রাজার সে রাজ

হলো এখন নিলাম

আমিওতো আমার বাবার

রাজকুমারী ছিলাম ।।।।।

 

ডিএসএস/