মোস্তাফিজ জুয়েল এর কবিতা ‘১৭ই মার্চ’
সেদিনও অরুণ আলোই
উদ্ভাসিত হয়েছিলো এই ভূখন্ড;
সেই বাংলা ছিলো পরাধীন।
১৭ই মার্চ একদিন ইতিহাস হবে!
স্বাধীন বাংলার জনকের
আগমন হবে এই দিনে,
কে জানতো?
১৭ই মার্চ মানে
শুধু একটি দিনই নয়,
মহাকাল;
একজন মহামানবের অধিষ্ঠানের দিন।
১৭ই মার্চ একটি তারিখ নয় শুধু,
জাতীর পিতার অবতীর্ণ ক্ষণ।
দৈবঘটনা কি?
বুঝতে পারিনা!
এই মার্চই আমাদের স্বাধীনতার মাস।
তবে কি ধরে নিবো,
তোমার জন্ম বলেই
বাংলার স্বাধীনতা এলো মার্চে;
তোমার আগমন মার্চে বলেই কি
৭ই মার্চের মতো মহাকাব্যের সৃষ্টি হলো!
মার্চে তোমাকে পেয়েছি,
তাই ২৫ মার্চের কালো রাতকে
আলোতে পরিনত করেছি;
২৬ মার্চকে নিজেদের বানিয়েছি।
১৭ই মার্চ আমাদের
শেখ মুজিবুর রহমান দিয়েছে ;
বঙ্গবন্ধু দিয়েছে ;
জাতীর জনক দিয়েছে ;
এই বাংলাদেশ ও বাঙ্গালির পরিচয় দিয়েছে।
ডিএসএস/