আবছার আমিন জাহান এর কবিতা ‘দুঃখ’

২১ মার্চ ২০২৩, ১২:১০ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ০৭:০৫ পিএম


আবছার আমিন জাহান এর কবিতা ‘দুঃখ’

আমার যত কষ্ট আছে - এড়িয়ে চলি কিছু

তারপরও যে দুঃখ আমার নিচ্ছে পিছু পিছু।

সত্যিটাকে প্রকাশ করি, সত্যি বলি শুধু,

তারপরও যে হাতড়ে বেড়াই- সামনে দেখি ধু-ধু।

নির্লোভে ইনসানের ভালো করি দিনে-রাতে,

তারপরও যে কাটছে না দিন ভাতে হা-ভাতে।

‘প্রেম বদলে প্রেম’- পাচ্ছি না তো কভু,

তারপরও যে ভাবছি ওরা মানুষ, নয়তো ওরা প্রভু।

ব্যঙ্গ-বিদ্বেষ দিচ্ছে যারা, সব কিছু আজ ভুলে,

তারপরও যে বসছি আমি ক্ষমার দুয়ার খুলে।


অনেক দুঃখ-আঘাত নিয়ে আজও স্থাণুর মত থাকি,

তারপরও যে চিন্তা করি বাঁচবো ক‘দিন, আর ক‘দিনই বাকি?


ডিএসএস/