পাঠকের কথা

এম এ রাজ্জাক এর কবিতা ‘বন্ধু’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১০ মে ২০২৩, ১২:৪৪ এএম

এম এ রাজ্জাক  এর  কবিতা ‘বন্ধু’

যে রাখে আমার উঁচু মুখ

সে প্রিয় আমার বন্ধু হোক

যে দেখায় জীবনের পথ

সে চড়ে মনের গভীর রথ

যার গুণে গুণান্বিত হই

সে বিনা আমি কেউ নই

যে বাণী ছড়ায় সবার মাঝ-

তাঁকে চাই সকাল -দুপুর -সাঁঝ

যে আলো ছড়িয়ে দুনিয়ায়

আলোকিত করতে আমায়

সে আমার একালের বন্ধু হোক

সে আমার পরকালের বন্ধু হোক।

 

ডিএসএস/