ধর্ম
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি, মৃত্যু ৪৪ জনের
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ১৯০টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (৭ জুলাই) প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন হাজি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৮ হাজার ৪৮৬ জন।
এদিকে হজ পালনকালে সৌদি আরবে এ পর্যন্ত ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন মারা গেছেন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং ১ জন আরাফায়।
হজযাত্রীদের ফেরা এখনো অব্যাহত রয়েছে। বাকি হাজিরা আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন হজ অফিস সূত্র।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৫ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজে অংশ নেন। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ও বেসরকারি এজেন্সিগুলো যৌথভাবে কাজ করে আসছে।