গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু, চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন, নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায়।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চঞ্চল ও রিপন কোনাবাড়ি থেকে বরাব গ্রামে যাওয়ার পথে বরাব খোলাপাড়া রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই বন্ধুর মরদেহ সংগ্রহ করেন। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, "ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি রেল পুলিশ তদন্ত করবে। আমরা খোঁজ নিচ্ছি।"
সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল সরাসরি সম্প্রচার। পর্দার ওপারে হাজারো অনুসারী চেয়ে ছিল ভ্যালেরিয়া মার্কেজের দিকে, যিনি নিজের বিউটি সেলুন থেকে লাইভে ছিলেন। কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই সেই দৃশ্য রূপ নেয় এক মর্মান্তিক বাস্তবতায়—লাইভ চলাকালেই গুলি করে হত্যা করা হয় ২৩ বছর বয়সী এই তরুণী ইনফ্লুয়েন্সারকে।
ঘটনাটি ঘটেছে মেক্সিকোর জালিস্কো রাজ্যের গুয়াদালাজারায়, ভ্যালেরিয়ার নিজের সেলুন ‘Blossom The Beauty Lounge’-এ। স্থানীয় সময় বুধবার (১৪ মে) সেলুনের ভেতরেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড।
ভ্যালেরিয়া তার টিকটক লাইভে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি একটি টেবিলে বসা, হাতে একটি পুতুল। হঠাৎ পেছন থেকে একটি পুরুষ কণ্ঠ শোনা যায়—"এই, ভ্যালে?" তিনি উত্তর দেন, "হ্যাঁ।" কয়েক সেকেন্ড পরেই শব্দ বন্ধ করে দেন লাইভের, আর ঠিক তারপরেই পেছন থেকে গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়ে ভ্যালেরিয়া প্রথমে নিজের পাঁজরে হাত দেন, তারপর টেবিলের ওপর লুটিয়ে পড়েন। ভিডিওতে স্বল্প সময়ের জন্য হামলাকারীর মুখও ধরা পড়ে, যিনি পরে ফোনটি তুলে নিয়ে চলে যান।
ভ্যালেরিয়া মার্কেজ। ছবি: সংগৃহীত
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে ভ্যালেরিয়া তার লাইভে বলেছিলেন, তিনি অনুপস্থিত থাকার সময় এক ব্যক্তি তার সেলুনে ‘দামি উপহার’ রেখে গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। বলেছিলেন, ‘আমি অপেক্ষা করব না, যদি সে ফিরে আসে।’
পুলিশ জানিয়েছে, হত্যাকারী মোটরসাইকেলে এসেছিল এবং ‘উপহার দেওয়ার’ অজুহাতে সেলুনে প্রবেশ করে। ভ্যালেরিয়ার বুক ও মাথায় গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পুলিশ জানিয়েছে, মার্কেজের হত্যাকাণ্ড নারীহত্যা বা ‘ফেমিসাইড’ প্রোটোকল অনুযায়ী তদন্ত করা হচ্ছে। ফেমিসাইড মানে লৈঙ্গিক কারণে নারীদের হত্যা করা। জালিস্কো রাজ্য কৌঁসুলির কার্যালয়ের মতে, ফেমিসাইডের সঙ্গে অবমাননাকর সহিংসতা, যৌন নির্যাতন, খুনির সঙ্গে সম্পর্ক বা জনসমক্ষে ভুক্তভোগীর দেহ প্রদর্শন যুক্ত থাকতে পারে। কৌঁসুলির কার্যালয় এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি।
ভ্যালেরিয়ার মৃত্যু নতুন করে সামনে এনেছে মেক্সিকোতে নারী সহিংসতা ও সামাজিক মাধ্যমে জনপ্রিয় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ইনফ্লুয়েন্সার হিসেবে তার ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী ছিল প্রায় দুই লাখ। অনলাইনে তিনি মূলত বিউটি ও লাইফস্টাইল বিষয়ক কনটেন্ট তৈরি করতেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে নারীহত্যার দিক থেকে মেক্সিকোর অবস্থান চতুর্থ। এর আগেও এই অঞ্চলে টার্গেট করে নারী ইনফ্লুয়েন্সার বা কর্মীদের হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। তবে ভিডিও ফুটেজ ও সাক্ষীদের তথ্যের ভিত্তিতে হত্যাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
আগামী জুলাই মাস থেকে দেশে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আগামী ১ জুলাই থেকে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে। এরপর ধাপে ধাপে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে।”
তিনি আরও বলেন, “আমরা চাই দেশের জনগণ যেন কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পায়। তাই মোবাইল অপারেটরগুলোকে এই মূল্য হ্রাসের উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন। ছবি: ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ সংলগ্ন মহলদার আম্রকাননে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সেন দেবাশিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা বিপন্ন কর্মকর্তা সহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, জেলা আমি ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ কুদ্দুস মহলদার প্রমুখ।
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু। ছবি: ঢাকাপ্রকাশ
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এবারের মৌসুমে ২৩'শ ১১ হেক্টর জমিতে ৩৫ হাজার ৩'শ ৫৪ মেট্রিক টন বিভিন্ন জাতের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জহিরুল ইসলাম কেমিক্যাল মুক্ত চুয়াডাঙ্গার উৎকৃষ্ট মানের আম সারা দেশে ছড়িয়ে দেয়ার উপরে গুরুত্বারোপ করেন।