সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। 

সোমবার বেলা ১২টার দিকে জামগড়া এলাকায় পোশাক কারখানায় আগুন লাগে বলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম জানান।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার পর কারখানার আশেপাশে অনেক লোকজন জড়ো হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও বিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।